অনেক দিন কোন কথা বলা হয়নি
স্পষ্ট মৌনতা
অথচ, নীরবতার ছায়া ঘিরে রাখে আমায়
আমি যা চাইনি কখনো


ইদানিং অস্থির এক প্লাবন
বয়ে যায় হৃদয় রেখা বরাবর
বারান্দা, খোলাছাদ কিংবা
নগ্ন আকাশও আকর্ষণ করে না


কোন কিছুতেই আকর্ষন নেই
উন্মাদনা নেই


স্থিরতা দিয়ে অস্থিরতাকে মোকাবেলা করার
প্রবল চেষ্টা কি সফল হতে পারে?


বৈশ্বিক কোলাহলে
সুর মেলাই, অথচ তাল লয় থাকে না
চুপষে থাকি বিচ্ছিন্ন এক তরঙ্গে
নিঃশব্দের কোকিল হই কখনো; আওয়াজ ভুলে


ঘরবন্দী সুর্য্যের আলোয়
আলো থাকে, হৃদয় উতপ্ত হয় না
আড়ালের ক্ষতগুলো বিজয়ী হয়
জীবনকে পরাজিত না করেই।


অসমাপ্ত এক গল্প টেনে নিয়ে যাওয়া ছাড়া
আর কোন কাজ নেই


মার্চ ২১, ২০২৩ রাত ১০টা
চর মন্তাজ, পটুয়াখালি