সত্যের ক্ষীণ আলোয়
বোকা মানুষগুলো এগুতে চায়
খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলে
বিড়বিড় করে কিছু একটা বলে


সত্যগুলো অপেক্ষিক
মিথ্যের কোন অস্তিত্ব নেই
একালের দেবতারা উল্লাসে থাকে
জীবনের রস আখের রসের মতই নিংড়ে বাঁচে


সত্যের সাথে বিশ্বাসঘাতকতা
বিসর্জিত হৃদয়ে মিথ্যের বাসরঘরে একাত্মতা
সাদর অভ্যর্থনায় পিনপতন নীরবতা
বোকাগুলোর তখনো একই দৃঢ়তা


নতজানু প্রেম যৌন ক্ষুধার কাছে
নতজানু বিশ্বাস অবিশ্বাসের কাছে
নতজানু সম্পর্ক জ্বলজ্বলে বিত্তের কাছে
বোকাগুলোর নতজানু হিংস্র জানোয়ারের কাছে


ভোরের আলোয় আগামীর পথচলা
শেষ বিকেলে মিথ্যের উন্মাদনা তখনো অজানা
বোকা মানুষের বোকা আশা, বোকা প্রত্যাশা
প্রকৃতির বিচার ব্যবস্থাপনাই শেষ ভরসা



কক্সবাজার
মে ১১, ২০১৯