সূচনাতেই যদি
আঘাতের পরিমাণটা
মাপা যেতো
ভুলক্রমে এখন আর
উপসংহারে আসতে হতো না


সূচনাতেই যদি
ভুলকে ভুল বলে বোঝা যেতো
এখন আর
ভুলের মাসুল প্রতিদিন
গুনতে হতো না


সূচনাতেই যদি
নিজেকে শুধরে নেয়া যেতো
এখন আর
দহনের তাপে
প্রতিদিন পুড়তে হতো না


সূচনাতেই যদি
ভবিষ্যত নির্মান পরিকল্পনা
সঠিক থাকতো
এখন আর জীবনের
ভার বহন করতে হতো না


মার্চ ৩০, ২০২২
মিরপুর, ঢাকা
সকাল ১১টা