বৈরি সময়গুলো বার বার
আসে, নিশ্চল বন্দিত্ব গুলো
অরক্ষিত জীবনে থাকে মিশে
সময়ের দূরত্বে  তুমি নেই কাছে


আমি সুখের আবাদি চাষি
নিঃসীম অন্ধকার প্রকোষ্ঠে দাঁড়িয়ে হাসি
প্রতিনিয়ত চ্যালেঞ্জ করি দহনের ফাঁসি
তবুও প্রতিচ্ছায়ার আলিঙ্গনে মিশি


ভুল আহ্বানে সুখের প্রতিশ্রুতি
ভুল পথযাত্রায় লিখিত অশ্রুনীতি
প্রতিকুল সময়ে ছন্দহীন জীবনের গতি
তবুও চাষির নেই অপেক্ষার ইতি


কক্সবাজার
ফেব্রুয়ারী ২৮, ২০১৯