তাহাজ্জুদ নামাজ
অসাধারন এক ভেন্টিলেশন
নিজেকে সংশোধন
সৃষ্টিকর্তার সাথে কার্যকরি কমিউনিকেসন।


যে কথা
কাউকে বলা হয় না
বলা যায় না;
যে কথা নিজেকে
তিলে তিলে ক্ষয় করে;
দগ্ধ করে প্রতিনিয়ত
দহনে দহনে ক্ষতবিক্ষত করে;


যে প্রত্যাশা
করো কাছেই করা যায় না
যে আশ্রয়
কারো কাছেই মেলে না
যে প্রশান্তি
কেউ দিতে পারে না
যে অশ্রু
কাউকে দেখানো যায় না
যে কষ্টগুলো
গিলে ফেলা ছাড়া উপায় থাকে না
যে কথা
শোনার কেউ থাকে না....


তাহাজ্জুদ নামাজ
মধ্যরাতে নিজেকে মেলে ধরার
একটি সুযোগ
একটি আবেগ
একটি ভাবাবেগ


তাহাজ্জুদ একটি বিষ্ময়
প্রথম এবং শেষ আশ্রয়।


মিরপুর, ঢাকা
জুলাই ১৭, ২০২২, ভোর ৬টা