কর্ণ ও চক্ষুর বিবাদ
চিরকালের
পন্য ও বিজ্ঞাপনের ব্যবধান
অবশ্যম্ভাবী
তিনি নিশ্চুপ থাকেন


ইদানিং তার নিশ্চুপ
আচরণ আমাকে আকর্ষন করে
আমি নিশ্চুপতায় ধ্যানমগ্ন থাকি
তন্ময় থাকি, বিভোর থাকি


আমি যেন হারিয়ে যাই
তলিয়ে যাই
নিশ্চুপতার গভীরতায়
আমি খুঁজে পাই প্রশান্তি নির্ভরতায়


তিনি তখনও নিশ্চুপ ছিলেন
আজও নিশ্চুপ
নিশ্চুপতায় সব কাজ চলে
নির্ভুল, নিচ্ছির্দ্র এবং চরম নিরাপত্তায়


মিরপুর, ঢাকা
ডিসেম্বর ১৮, ২০২০