প্রতিফলিত আলোয়
মায়াবী আকর্ষণ
সূর্যের দগদগে তেজ, ভীষণ প্রয়োজন
তবুও অস্বীকারের সংস্কৃতি


আমি, আমার অনুভূতি
ভিন্ন সত্ত্বায় বসবাস
কালের জোয়ারে ভাসে
চেনা সময়ের অচেনা প্রতিচ্ছবি


মনের চিলেকোঠার জানালায় দেখি
অতৃপ্ত আকাঙ্খারা ঘুরে বেড়ায়
আবার মিলিয়ে যায়
অনন্ত কালের গর্ভে


অনুভবের অনুভূতিগুলো
ঘটনার পরস্পরায়
সংঘাতে মিলিত হয়
একে অপরকে ছাড়ে না


মিরপুর, ঢাকা
জুন ০৭, ২০২০