তপ্ত আগুনে পোড়া জীবন ছোটে
উষ্ণতা বিহীন প্রেমিকার সাথে রাত কাটে;
ঋণের ভারে নানা অঘটন ঘটে
একটাই জীবন, অহেতুক বটে!


জন্মের ঋণ শোধ হয় না
বাবা মায়ের ঋণ, ক্যালকুলেটরে ধরে না;
দেশের ঋণ হিসেব করা হয় না
সময়ের অপেক্ষা, আর শেষ হয় না।


আগুনে পুড়ে কয়লা হয়
কয়লা পুড়ে আগুন হয়;
চক্রাকারে জীবন পুড়ে
এখনো স্বপ্ন ভঙ্গ নয় ।


জীবনের সমান্তরালে স্বপ্ন চলে
থেমে যাওয়া জীবনে স্বপ্ন তখনো বলে;
প্রজন্ম এগিয়ে যাবে
ক্ষতি নেই আমাকে সঙ্গে না নিলে।


আগুনে পোড়া মাটিতে স্বপ্নের বীজ বোনা
তথাকথিত সমীকরণ না মানা;
পোড়া মাটিতেই ফসল ফলবে
বিশ্বাস কেউ না করুক, আত্মবিশ্বাসের শক্তি কেবল আমারই জানা।


অগাস্ট ২০, ২০১৮
মিরপুর, ঢাকা