মানুষকে নিয়ন্ত্রনের দুটো উপায়
ভয় কিংবা লোভ;
ভয়ে কাঁপে, স্থির থাকে
লোভে ছোটে প্রতি ধাপে।


ধর্মের মাপ দুটি, নেই আর অন্য
কেবলই, পাপ কিংবা পুন্য;
এখানেও লোভ এবং ভয়
বেহেশত কিংবা দোজখ, একই বয়ান হয়।


প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র, একই তত্ত্ব
প্রমোশন  ডিমোশন, ছাটাই এবং কর্তৃত্ব;
পরিবার থেকে সমাজ, নেই ভিন্ন তত্ত্ব
বাবা-মা কিংবা সমাজপতি, কর্তৃত্ব দেখি সর্বত্র।


মানুষকে ‘মানুষ’ দাবি করার অর্থ নেই
লোভ এবং ভয়কে উপেক্ষা করার শক্তি নেই;
তৃতীয় ভাবনায় থাকার অনুমতি নেই
মানুষের আর কোন মুক্তি নেই।


কবি’র কোন লোভ নেই, থাকতেও নেই
বিখ্যাত কিংবা পুরস্কৃত হবার আশা নেই;
ভয় নেই তাই ক্ষোভ প্রকাশ করতে দ্বিধাও নেই
তৃতীয় ভাবনার মানুষই মুলত কবি, যদিও খুব বেশী নেই।


ফেব্রুয়ারি ২৪, ২০১৮
কক্সবাজার