৭০১
তুই ই ভালো আছিস
সব বুঝেও, বাক প্রতিবন্ধী বলে
কিছুই বলিস না;


আমি অকপটে বলে ফেলি সব
বাক প্রতিবন্ধী হতে পারলে ভালো হতো
কিংবা স্তব্ধ হতে পারলে


জুন ১৬।– ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৭০২
জীবনের শেষ বারুদটুকু
না জ্বালিয়ে নেভে না, অনেকেই


আবার কেউ কেউ
ভেজা বারুদ জ্বালাতে পারে না


নিভে যায় বড্ড অসময়ে


জুন ১৫। ২০২৩ বিকেল  ৫টা
শান্তিনগর, ঢাকা


৭০৩
সুর্য সময়কে পার করে দেয়
খুব দ্রুতই
চাঁদ আবার সময়কে ফিরিয়ে
আনে, ভোরের স্নিগ্ধতায়


জীবনের পালা বদলের
প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই


তুমি, একমত নাও হতে পারো


জুন ১৫, ২০২৩ বিকেল  ৫টা
শান্তিনগর, ঢাকা


৭০৪
দূরত্বের দুটো মাত্রা থাকে
আক্ষরিক এবং আত্মিক


আক্ষরিক দূরত্ব প্রায়শই
আত্মিক দূরত্বের কাছে হার মানে


অথচ মানুষ চিন্তিত থাকে
আক্ষরিক দূরত্ব নিয়ে !!


জুন ১৪।  ২০২৩  রাত ১১ টা
মিরপুর, ঢাকা


৭০৫
কোন কোন দীর্ঘ শ্বাস
উড়ে গিয়ে বিলীন হয় না;
গায়ে জড়িয়ে থাকে
অতঃপর দীর্ঘ শ্বাস রূপেই ফিরে আসে


পুনঃ পুনঃ চলতেই থাকে
কোন লয় নেই…।


জুন ১৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা