৬৩১
মেহনতে মেহনতে বেকে গেছে মেরুদন্ড
তবুও ফুসরত নেই একদন্ড


ঘামের জ্বালানীতে উনুন জ্বলে
অন্যথায় অনাহারী বলে


শ্রমিক, মেহনতী, অনাহারী
তোদেরই দেয়া নাম
আমাদের ঘাম আর নাম বেচেই তোদের দাম


ঘামের স্রোতেই ভেসে যাবে ওই গদি
আমাদের ঐক্য হয় যদি


অপেক্ষার দুপ্রান্তে তোরা এবং আমরা


মে ১, ২০২৩, সকাল ১০টা
মিরপুর, ঢাকা


৬৩২
একটি সম্পর্ক খুজে বেড়াই
পৃথিবীর আহ্নিকগতির মতই সত্য
পাহাড়ের মত অটল
সমুদ্রের মত গভীর


একটা সম্পর্কই ছিল এমন
মা' যখন বেচে ছিলেন


আর কোন সম্পর্ক আছে?!


এপ্রিল ৩০, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৬৩৩
আমার একটি ঘর দরকার
আপণ ঘর
এখানে হবে না
ওখানেও পাবো না


বিভ্রান্তি!! শুধুই বিভ্রান্তি!


বিভ্রান্তিতে দুটোই হারায়
একটিও থাকে না


এপ্রিল ৩০,২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা


৬৩৪
একদিন যারা মারা যায়
তাদের স্মরনে কত আয়োজন


যারা প্রতিদিন মারা যায়
তাদের খবর জানে ক'জন


এপ্রিল ৩০, ২০২৩ রাত ৭টা
নারী পক্ষ, ধানমন্ডি


৬৩৫
সার্বক্ষনিক মুখে হাসি
ফুটিয়ে রাখা মানুষগুলো
বুকের গহীনে;
একটা কষ্ট লুকিয়ে রাখে


কেন লুকিয়ে রাখে?
কেউ জানে না; কেউ-ই না


চারপাশ থেকে ভেসে আসে
নানা কথা
সুখী মানুষ, আমুদে মানুষ
উল্লাস প্রিয় মানুষ, ভালো মানুষ


কষ্টগুলো নড়েচড়ে ওঠে
আবার লুকিয়ে রাখে
কেন রাখে?
কেউ জানে না; কেউ-ই না


মে ১, ২০২৩, বিকেল ৫টা
মিরপুর, ঢাকা