৬৫১
মাটির দিকে তাকিয়ে থাকা
মানুষের চোখেও জল !!!


পৃথিবীতে;
মানুষের কান থেকে সরে গেছে
মানবতার সুর
চোখে আশ্রয় নিয়েছে যাবতীয় নির্লজ্জতা


বাধ্য হয়েই ক্ষমাটুকু জমা রাখতে হচ্ছে
ঈশ্বরের কাছে


মে ৬, ২০২৩  বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৬৫২
মানুষের সামনে দিয়ে
একটি লাল ঘোড়া, একটি শুভ্র সাদা ঘোড়া
ছুটে চলে প্রতিনিয়ত


বিভ্রান্তিতে  থাকে
ঘোড়ার আগে আগে...
নাকি পিছু পিছু


সাদা ঘোড়া নাকি লাল ঘোড়া??


মে ৬, ২০২৩, রাত ৮টা
মিরপুর, ঢাকা


৬৫৩
আমাদের একটা ব্রাকেট বন্দী জীবন আছে
কিছু প্রশ্নবোধক চিনহ আছে
কিছু বিস্ময় ও আছে
শুধু উত্তরেরা কথা বলে না


অসম্ভবের অক্ষরগুলো
সম্ভবের মূলো ঝুলিয়ে রাখে
আমরা ছুটে চলি ক্রমাগত


মে ৬, ২০২৩, সকাল ১১টা
মিরপুর, ঢাকা


৬৫৪
বিশবাস আর অবিশ্বাসের নিক্তিতে
প্রতিনিয়ত ঝুলে থাকে জীবন
সন্দেহ মাঝে মাঝেই উস্কে দেয় নানাবিধ চিন্তা


ইদানিং মানুষগুলো ইবলিশের
প্রতিশব্দ হয়ে উঠেছে


বাঁচার জন্য প্রতিনিয়ত সংগ্রাম কেবল
মানুষকেই করতে হয়
অন্য প্রানীদের বাঁচার ইচ্ছে কম থাকে।


মে ৬, ২০২৩, সকাল ১০টা
মিরপুর, ঢাকা


৬৫৫
নদীর প্রতি বিশ্বাস হারালেও
সমুদ্রে গভীরতা অপেক্ষমান


মানুষের প্রতি বিশ্বাস হারালে
শেষ ভরসায় ঈশ্বর থাকে
অথচ ঈশ্বরকেই প্রথমে রাখা প্রয়োজন ছিল


ঈশ্বরের প্রতি বিশ্বাস হারালে
আর কিছু থাকে??
মানুষের জ্ঞান কি আর বাড়বে?


মে ৬, ২০২৩, সকাল ১২টা
মিরপুর, ঢাকা