৬৫৬
আমার সুখগুলো বেড়ে ওঠে
একটু একটু করে অবেহেলায়, অনাদরে
অথচ
চুরি হয়ে যায় বারে বারে


চুরি করা মানুষগুলোকে আমি চিনি
আপনজন
পরিচিত জন এবং
খুব কাছের কেউ একজন


মে ৬, ২০২৩  বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৬৫৭
কোন কোন প্রেম থাকে
ঠাইহীন
কোন কোন স্বপ্ন থাকে
ঠিকানাবিহীন


কোন কোন জীবন থাকে
আশ্রয়হীন
কোন কোন বিশ্বাস থাকে
প্রশ্রয়হীন


আমরা কেউ কেউ, এসবের মাঝেই
জীবন উড়িয়ে দেই গন্তব্যবিহীন


মে ৬, ২০২৩, রাত ৮টা
মিরপুর, ঢাকা


৬৫৮
আজকাল অনেকেই
আড়ালবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে
ভয়াবহ ভবিষ্যৎকে আলমারীতে তুলে রাখছে
আপাত লাভগুলোই প্রতিদিন গুনছে


আড়ালবিদ্যাও একটা শিল্প
একটি দক্ষতা
অন্তত চুরিবিদ্যার চেয়ে উত্তম


সবাই যখন আড়ালবিদ্যার পারদর্শী হবে
পৃথিবী তখন মুখ লুকোবে আড়ালেই


মে ৭, ২০২৩, সকাল ১১টা
মিরপুর, ঢাকা


৬৫৯
ছাইচাপা আগুনের তাপ লাগেনি কোথাও
অথচ পুড়ছে
সে, নিজে নিজেই


ছড়িয়ে পড়া আগুন নেভানো যায় না
একক আগুন তবুও
নিয়ন্ত্রনে থাকে;


কিছু একটা পুড়ে যাক
কেউ একজন; তবুও নিজে নিজে পুড়তে থাকুক


মে ৭, ২০২৩, সকাল ১১টা
মিরপুর, ঢাকা


৬৬০
সিনথেটিক এই শহরে
মানুষটির চোখ এতো শান্ত কেন?


মেদহীন দেহখানি যেনো বা
ধুলোর জঞ্জাল থেকে পালিয়ে বেঁচে আছে বহুকাল


আমি তাকে চিনি
প্রতিদিন দেখা হয়, স্ট্রিট টি স্টলে


অথচ কোন এক অভিমানে কথা হয় না
পৃথিবীর প্রতি তীব্র এক ঘৃণায়
সে আর কথা বলে না


মে ৬, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা