৬৬৬
অবশেষে
হতাশ হচ্ছে মানুষ
আক্ষেপের দরোজায় থেমে যাচ্ছে
নীরব, নিথর হয়ে মুখ থুবরে পড়ছে বিপ্লব
প্রগতির চাকাও থমকে থাকছে অনিচ্ছায়


অথচ
হাজারো জীবনের বিনিময়ে
আমাদের এগোবার কথা ছিল


মৃতদের আত্মার কাছে কি জবাব আছে আমাদের??


মে ১০, ২০২৩   রাত ১১টা
মিরপুর, ঢাকা


৬৬৭
ঘাষের মৃত্যু হলেই
ফুটে ওঠে পথ রেখা


অথচ, প্রতিদিন কত অজস্র
ঘাষের মৃত্যু দেখি
আজ ও একটি পথ রেখা জেগে ওঠেনি


আদতে
মানুষ নেই বলে, পথরেখার খোঁজ মেলেনি


মে ১০, ২০২৩   রাত ১১টা
মিরপুর, ঢাকা


৬৬৮
মহান মানুষেরা
জীবন দিয়ে; কর্মহীন দিনের সৃষ্টি করেছেন মাত্র
রক্তের দাম ওঠেনি


কথা বলার জন্য
ভাষা দরকার, তার জন্যই জীবন দিলেন
অথচ কর্মহীন দিন উদযাপনের সুযোগ হলো
ভিনদেশী ভাষা প্রেমিকদের!!


মে ১০, ২০২৩   রাত ১১টা
মিরপুর, ঢাকা


৬৬৯
কিছু একটা খুঁজতে খুঁজতেই
সুর্য্যটা ছুটে গেলো ছায়ার দিকে


বারবি কিউ এর উচ্ছল হাসির বিকেলটা
নোনটা বিস্কুট আর লাল চায়ের দখলে গেলো


অথচ, আজও পাওয়া গেল না
খুঁজতে থাকা সেই কিছু একটা


মে ১০, ২০২৩   রাত ১১টা
মিরপুর, ঢাকা


৬৭০
হাটতে হাটতে; কোন একদিন
দৌড়াতে শিখলাম;
অতঃপর খাদের কিনারে পৌঁছে গেলাম


খাদের ভেতর এতো অন্ধকার !!
আর সামনের পথের দেখা মেলে না


অথচ, ফিরে যাবারও সময় নেই আর


মে ১০, ২০২৩   রাত ১১টা
মিরপুর, ঢাকা