অনু কাব্য সমগ্র


১২১।
একবার মানুষকে
ভালোবেসে শুদ্ধ হয়েছিলাম;
একবার মানুষকে
পছন্দ করে নতজানু হয়েছিলাম।


একবার মানুষের অহংকারী আচরনে
সংকুচিত হয়েছিলাম;
একবার ভয়ানক সুন্দরের প্রেমে
দিশেহারা হয়েছিলাম!!


এখন একা আছি, বেশ ভালো আছি


নভেম্বর ২২, ২০২২ রাত ১২টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১২২
মধ্যদুপুরের জানালার
কার্নিশে, আর কোন পাখি বসবে না;
পাখিরা আরামপ্রিয় ভীষন
তাপ সহ্য করতে পারে না।


আকাশের সুর্য্যের তাপ
সহ্য করা যায় নির্দিধায়;
উড়তে পারার স্বাধীনতায়
পালক হারালেও নেই ভয়।


নভেম্বর ২২, ২০২২ রাত ১২টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১২৩
সরল পথ ভুলে
অহেতুক  সব সময়;
মগজ দোল খায়
দাপ্তরিক কালির অক্ষরে।


পেছনে ফেরে দেখি
মগজ শাসিত হয়েছে নানাভাবে;
সংগীতহৃদে দহন জেগে আছে আজো।


অথচ জীবন সুন্দর হবার কথা ছিল
অনেক আগেই।


নভেম্বর ২২, ২০২২ রাত ১২টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১২৪
নগর বিষাদে ভীষন অতীষ্ট
মেধাহীন নারীদের দুঃশাসনে;
ফেসবুক স্ক্রিনে ঘুরে বেড়ানো নারী
আমি ভীষন ক্লান্ত হয়ে পড়ি।


আকর্ষন এবং বিকর্ষন
দুটোই অসুস্থ হবার জন্য যথেষ্ট;
বুঝতেপারি, কিন্তু
খুব অসহায় থাকি দুচোখের কাছে।


নভেম্বর ২২, ২০২২ রাত ১২টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১২৫
অনেক বড় হয়ে
আমার বয়স যখন বিশ বাইশ বছর
জানতে পারলাম
আমি আমার বাবা মায়ের “পালক সন্তান”


আমার জন্মের কিছু মাস আগে
বাবা মারা গেছেন
মা ও জন্মের কয়েক মাস পর


পালক মা, একদিন আমার মায়ের কতগুলো
চিঠি দিলো আমার হাতে;
আমাকে উদ্দেশ্য করে মায়ের হাতের লেখা চিঠি!!


চিঠিগুলো পড়ার সম্ভাবনা কতটুকু ?
আল্লাহ আমাদের একটি চিঠি দিয়েছেন, পড়ছি না কেন?


নভেম্বর ২৩, ২০২২ রাত ১২টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা