অনু কাব্য সমগ্র


১৩৬
আমরা সবাই; তুমি আর আমি
একই ভাষায় কথা বলি;
কিন্তু কেউ কারো ভাষা বুঝি না
বুঝতে চাইও না কোনদিন।


তোমার ভাষা আমার
শ্রবনযোগ্য হয়নি;
আমার ভাষা তোমার
হৃদয় স্পর্শ করেনি।


ভাষায় দুর্বোধ্যতা? নাকি
প্রকাশের অক্ষমতা?


নভেম্বর ২৫, ২০২২, ভোর ৬টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা


১৩৭
নিঃশ্বাসের পারদ ওঠানামা করে
প্রতিটি সূর্যদিবস শেষে;
পরম আশ্বাস, নিরাপত্তা, স্থিতি
ভেংগে পড়ে, ক্ষনস্থায়ী হয়।


আগুনের জিহবা চেটেপুটে খায়
জীবনের সবটুকু রস;
রসের পাটালিতে
কোথাও কোথাও পিঠে উৎসব চলে।


নভেম্বর ২৭, ২০২২ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা


১৩৮
অপরিচিত মানুষ পরিচিত হয়
ধীরলয়ে;
পরিচিত মানুষ অপরিচিত হয়
দ্রুতলয়ে।


নভেম্বর ২৬, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা


১৩৯
কোন কোন পাপের ফল একাকী
বহন করতে হয়;
ভুল করাও এক ধরনের পাপ
রহস্যঘন ওপারে অর্থ ভিন্ন।


পাপ একককে বহন করে
একক পাপকে ধারন করে;
পরস্পর সমঝোতা হয় না
বিপরীত পথ তবুও একসাথে চলা।


নভেম্বর ২৭, ২০২২ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা


১৪০
বরং আরো কিছুটা পথ
এগিয়ে যাই; পেতেও পারি
আমীমাংসিত প্রশ্নের যোগসূত্র;
যদিও বিজ্ঞান এখনো ব্যার্থ।


নিয়তির ইশারা অবজ্ঞা করা
দুঃসাহস বৈকি;
পৃথক কোন গ্রহের বাসিন্দা হতেও পারি,
অনন্তকালের জন্য।


নভেম্বর ২৭, ২০২২ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা