অনু কাব্য সমগ্র


১৯৬
তুলতুলে, নরম একটা জীবন
সে-ই কবে, ছিল কেমন!


অনেকটা বছর অতিক্রম হলো,
প্রায় পুরো জীবন;
বাইরে শক্ত আবরন,
ভেতরটা এখনো নরম।


ডিসেম্বর ১০, ২০২২ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা


১৯৭
নিরপেক্ষতার প্রশ্নে
মানুষ সবচেয়ে বেশি অ-নিরপেক্ষ
নিজের সাথে;
পক্ষপাতদুষ্ট ভাবনার সাথে।


ভাবনায় চালিত
পছন্দে সংক্রমিত
ইচ্ছে আক্রান্ত


নিরপেক্ষ প্রশ্নটাই অবান্তর!!


ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


১৯৮
অবশেষে সত্যের মতো
মৃত্যু হাজির হয়;
অহংকারি পদক্ষেপ ভাঙে মচমচে
ক্ষমতার উষ্ণতায় বরফ জমে।


আবার দেখা হতে পারে
ওপারে একদিন;
তখন তুমি নিশ্চই হবে অহংকারবিহীন
কথা দিচ্ছি, খুব কাছে থাকবো সেদিন।


ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


১৯৯
ভেবেছিলাম
না পাওয়ার শূন্যতা বেশি;
অবশেষে জানলাম
শূন্যতার পাওয়াটাই অনেক হাসি।


কাছে না আসার
যন্ত্রনা যতটুকু;
ফিরে যেতে না পারার যন্ত্রনায়
হারাই অধিকারটুকু।


ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


২০০
না পাওয়ার শূন্যতা
শূন্যতায় না পাওয়া;
কে কাকে প্রতিফলিত করে
কিংবা প্রতিবিম্ব??


আমি তখনো অস্থির থাকি
প্রশ্নোত্তর মনে মনে আঁকি;
কিছুটা উত্তর থাকে বাকি
ঈশ্বরের কাছেই শেষ প্রশ্নটা রাখি।


ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা