অনু কাব্য সমগ্র


২১৬
ভালোবাসায় কোন মুক্তি থাকে না
সারাক্ষন টিকিয়ে রাখার
তৎপরতা থাকে;
হারিয়ে ফেলার ভয়
ক্ষয়ে যাবার সন্দেহ
মুছে ফেলার যন্ত্রনা
খন্ড বিখন্ড হবার আতঙ্ক


অথচ
একাকীত্বে মুক্তির সবাছন্দ্য
ভেতরে একটি দ্বান্দিক আনন্দ
এবং ছন্দ।


ডিসেম্বর ১১, ২০২২, ভোর ৭টা
মিরপুর, ঢাকা


২১৭
ভালোবাসার ছলে
প্রতারক সময় কেড়ে নিয়েছে
জীবনের অনেকটা অংশ;
গতিহীন নিথর দেহ ভারী মনে হয়।


ইদানিং রাতের সাথে
সখ্যতা হয়েছে বেশ;
পৃথিবীর রূপের বিবর্ণ আকার
প্রতিবেশী হয়েছে জীবন ছায়াগুলো।


ছায়ার সাথেই বসবাস
নির্বিকার সময়ের চলমান সুবাতাস।


ডিসেম্বর ১২, ২০২২ বিকেল ৩টা
মিরপুর, ঢাকা


২১৮
সময়ের সাথে প্রেম
জীবনের প্রতি আসক্তি;
দুটোর ভূমিকাই আগ্রগন্য
অন্তত মানবিক প্রেমের চেয়ে উত্তম এবং অনন্য।


মানবিক প্রেম
একটি সম্ভাবনার সূত্র;
জীবনের সমীকরন এক অথবা শূন্য
পুজির বাজারে ভালোবাসার মূল্য নগন্য।


ডিসেম্বর ১২, ২০২২, দুপুর ১২টা
মিরপুর, ঢাকা


২১৯
আবেগের কোন সমর্পন কিংবা
আত্মসমর্পন হয় না;
নভোচারীর মতো ভেসে থাকে
জোর করে কিছু প্রায়োগীকতা থাকে বটে।


অস্তিত্ত্বহীন অস্তিত্তের উপাদান;
বলা যেতে পারে
তৃষ্ণার রূপকল্প কিংবা প্রতিকল্প;
নিয়ন্ত্রনহীন আবেগের মূল্য অল্প।


ডিসেম্বর ১২, ২০২২ দুপুর ১২টা
মিরপুর, ঢাকা


২২০
বিশ্বজুড়ে “আমিত্বে”র বিকাশ
কথা, আচরন, কাজ এমনকি
যে কোন লেখার শরীর জুরে
“আমিত্ব” দখল করে থাকে


বাইরে হেরে যাওয়া “আমিত্ব”
ভেতরের “আমিত্ব”কে জাগিয়ে তোলে
বেঁচে থাকার উপাদান যোগায়
সুপারসিট করে জীবন এগিয়ে যায়।


ডিসেম্বর ১২, ২০২২ দুপুর ১২টা
মিরপুর, ঢাকা