অনু কাব্য সমগ্র


২২৬
আমি একটি অসমাপ্ত
গল্প লিখতে চাই;
গল্পের নাম ভেবে রেখিছি আগেই
“নির্বাসিত সময়ের কথন”


কেন্দ্রীয় চরিত্র হবে
এক বিষন্ন যুবক


কিন্তু, যুবকটি লিখতে বাধা দিচ্ছে
কিসের জন্য বাঁধা
কেন বাঁধা
কেন জনসমক্ষে আসতে চাচ্ছে না যুবক
কিছুই বলছে না।


সে আমার গল্পের মরোনত্তোর চরিত্র হতে চাচ্ছে


ডিসেম্বর ১০, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা


২২৭
আমি আসলেই
তোমার কেউ নই;
অজানা ভাষায় লেখা
শুধুই একটা বই।


বইয়ের পাতা উলটে দেখলে না কোনদিন
কতটা উজার করেছি, নিজেকে প্রতিদিন;
বইটা তুমি পড়বে কোন একদিন
আমি থাকবো না সেদিন।


ডিসেম্বর ১১, ২০২২ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা


২২৮
মানুষের জীবনে
রেখা চিত্র একটা ভানবার বিষয়;
আকাঙ্খার রেখা পিরামিড আকৃতির
নিঃশ্বাসের রেখা বক্রাকার।


দীর্ঘ শ্বাসে সমান্তরাল রেখা কেন?


ভালোবাসার রেখা বৃত্তাকার
দহনের রেখা সরল কিন্তু ডট লাইন;
সুখের রেখা ভাঙ্গা ভাঙ্গা সরলরেখা


আশ্চর্য, জীবনের কোন রেখা নাই
একটি বিন্দু মাত্র!!


ডিসেম্বর ১২, ২০২২ রাত ১২টা
মিরপুর ঢাকা


২২৯
প্রকৃতি,মানুষের নীরব কথা
ধ্যানমগ্ন কথা’
মোনোযোগ দিয়ে শোনে
শব্দের ভাষা বোঝে।


মানুষের ভাষা, মানুষ
বোঝে না;
বুঝতে চায় না, ইচ্ছে করেই
না বোঝার আড়ালে কপটতা লুকানো সহজ হয়।


ডিসেম্বর ১৪ ২০২২ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


২৩০
লক্ষ্যহীন মানুষের তবুও
একটি আশ্রয় থাকে;
অদৃশ্য আশ্রয়ের ছায়ায়
প্রশান্তিতে ঘুমোতে পারে।


ক্ষমতাবাদনদের কোন আশ্রয়
থেকে না;
ক্ষমতাবানদের উপরের ক্ষমতাবানদের
আগ্রসন সামাল দিতে হয়।


ক্ষমতা চর্চা, ক্ষমতার আনুগত্য
এবং ক্ষমতার কাছে নতি স্বীকার
তিনটি ভিন্ন বিষয়।


ডিসেম্বর ১৪ ২০২২ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা