অনু কাব্য সমগ্র


২৩১
সেই পথ আর খোজা হোল না
নেমে এসেছে বার্ধক্য জীবানু;
বিষাদ দেহে এখনো
সমুদ্র পরিমান বিশ্বাস জমা আছে।


নগর কৌশলে হারালে
অট্রালিকার চার দেয়ালের ভেতর;
আকাশ তত্ত্ব শুনিয়েছিলাম
সে পথে এলে না,
যেথায় একসাথে হাটতে চেয়েছিলাম।


ডিসেম্বর ১৪, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা


২৩২
মানুষের দুটি আশ্রয় কেন্দ্র আছে
ঈশ্বর এবং ঘুম;
অস্থির প্রকৃতির মানুষ
জীবন ঘুর্ণিঝড়েও কোন আশ্রয় কেন্দ্রে যায় না।


আমি সব সময়ই
কোন না কোন আশ্রয় কেন্দ্রে থাকি;
আমার আর কোন
আবাসন নেই।


ডিসেম্বর ১৫, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


২৩৩
মানুষ নানা কারনে উপোষ করে


উপোষ করে-ওজন কমে না
উপোষ করে-ঈশ্বর খুশি হয়
উপোষ করে-ক্ষুধা কমে না
উপোষ করে-মানত পুরন হয় না


উপোসের সাথে এসবে
কোন রাসায়নিক বিক্রিয়া নেই
উদ্দেশ্যের সাথে আছে।


ডিসেম্বর ১৫, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


২৩৪
মানুষের জীবন
একটি উত্তম শিল্পকর্ম, নান্দনিক;
মানুষের দেহ
একটি গতিশীল জীবন্ত ভাস্কর্য।


অথচ
আমরা বিকল্প খুঁজি;
জ্ঞানের সীমাবদ্ধতা এবং
প্রজ্ঞার দৈন্যতা , ছাড়া আর কি?


ডিসেম্বর ১৫, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


২৩৫
স্বত্বার গোপন অনুভূতির
ভাষা সীমাবদ্ধ থাকে;
সত্যের ভাষাও ক্ষুদ্রতায় ভরা
অথচ, মিথ্যের ভাষা চাকচিক্যে মোড়া।


ভাষা কি নিরপেক্ষহীনতার
দায়ে অভিযুক্ত হতে পারে?
ভাষা কি সীমাবদ্ধতার
দায়ে গুমরে মরে?


ডিসেম্বর ১৫, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা