অনু কাব্য সমগ্র


২৪১
জীবন জিজ্ঞাসের সম্মুখীন
সবাই হয়;
দুদিন আগে কিংবা পরে
জীবনসত্য উন্মোচন সবার ক্ষেত্রে হয় না।


সংকীর্ণতায় ভরপুর সময়
পূর্ণরূপ উদযাপনে সময় মেলে না;
উল্লসিত সময়ের ধ্বনিতে
জীবন দর্শন প্রতিধবনিত হয় না।


ডিসেম্বর ১৬, ২০২২, সকাল ১০টা
মিরপুর, ঢাকা


২৪২
অচেনা শরীর কিংবা চিন্তা
দুটোই প্রভাবিত করে;
আমি থাকি দুটো সত্ত্বার মাঝামাঝি
পুরো জীবনটাই দোদুল্যমানতায় আকাকাকি।


পবিত্রতার আকাঙ্ক্ষা
উদযাপনের তৃষ্ণা;
ছিন্নভিন্ন করে শরীর
চিন্তাকে অতোটা আক্রান্ত করে না।


ডিসেম্বর ১৬, ২০২২, সকাল ১০টা
মিরপুর, ঢাকা


২৪৩
এ পর্যন্ত জীবন পাঠে
অনুভব করলাম;
নান্দনিক সুন্দর, প্রতিকী পবিত্রতা
অবশেষে সত্যের কাছাকাছি।


সত্য তখনো বিমুর্ত
মিথ্যেগুলো সমুজ্জ্বল, দৃশ্যমান;
হত বিহ্বল সময়ে
নিস্পলক চোখে, ভ্রান্তির পথচলা।


ডিসেম্বর ১৬, ২০২২, সকাল ১০টা
মিরপুর, ঢাকা


২৪৪
অতঃপর
আরো খানিকটা পথ এগোতে হবে
একা একাই;


ক্ষুধার অহংকার
গায়ে জড়িয়ে;
একাকীত্বের তীব্রতা
অন্তরে জমা রেখে


সময়ের অভিঘাতে
হেটে হেটে একদিন পৌঁছে যাবো
ঈশ্বরের কাছে;


ডিসেম্বর ১৮, ২০২২ ভোর ৭টা
মিরপুর, ঢাকা


২৪৫
ঈশ্বর, বিস্ময় লাগে!!
শূন্যতার অনুভূতি কিভাবে
সৃষ্টি করলেন?


আপনিতো কোনদিন
শূন্যতায় আক্রান্ত হননি!!


ডিসেম্বর ১৮, ২০২২ ভোর ৭টা
মিরপুর, ঢাকা