অন্য কাব্য সমগ্র


২৪৬
মেনে নিতে পারাটাই সুখ
মনে নিতে চাওয়াটা অসুখ


আমি এই অসুখেই আক্রান্ত
জীবন যাপনে তাই বিভ্রান্ত


এভাবেই সময় হচ্ছে অতিক্রান্ত
মাঝে মাঝে মনে হয়, ঈশ্বরের যড়যন্ত্র


ডিসেম্বর ২০, ২০২২
মিরপুর, ঢাকা


২৪৭
একজন মানুষ হঠাৎ "নাই" হয়ে যায়
মোমেন্টাম সূত্র কাজ শুরু করে;
কিছুটা দিন, বছর তখনো
থেকে যায়।


একজন মানুষ জীবিত থেকেও
"নাই" হয়ে যায়;
মোমেন্টাম সূত্র কাজ করে না।
ভেতরে ক্ষরণ শুরু হয়।


ডিসেম্বর ২০, ২০২২ সকাল ৮টা
মিরপুর, ঢাকা


২৪৮
মানুষ দু'পা উঠিয়ে দাড়াতে পারে না,
এক পায়ে ভর দিয়ে পারে;
তাও কিছুক্ষন মাত্র!


ঈশবরের দাঁড়ানোর প্রয়োজন থাকে না।


ডিসেম্বর ২০, ২০২২ সকাল ৮টা
মিরপুর, ঢাকা


২৪৯
রাত্রিরও দীর্ঘ শ্বাস থেকে
দিনের সাথে দেখা হয়
ক্ষনিকের জন্য;


জীবনের সাথে আমার
কথা হয়;
খুবই কম সময়ের জন্য।


অথচ
জীবন অনেক দীর্ঘ
আমার জীবনকালও বেশ লম্বা;


ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব আজও বুঝিনি!


ডিসেম্বর ১৮, ২০২২ ভোর ৭টা
মিরপুর, ঢাকা


২৫০
ফুটপাতেই বসেছিলাম
অনেকক্ষন
পাশে একজন কাথা মুড়ি দিয়ে
শুয়ে আছে


পাশ দিয়ে পথচারী হেটে চলেছে
কেউ কারো দিকেই তাকাচ্ছে না
কারোই সময় নেই
সময়ের কাছে বন্দী জীবন


অথবা
জীবনের কাছে বন্দী সময়


ডিসেম্বর ২৩, ২০২২ সন্ধ্যে ৭টা
ঢাকা ইউনিভার্সিটি