অনু কাব্য সমগ্র


২৫৬
আকাশের অনুভূতি
গলে গলে ঝড়ে পড়লে
আমরা তাকে বৃষ্টি বলি;
উল্লসিত হই।


আকাশের মন খারাপ হলে
উদাস মুখকে, আমরা
মেঘলা বলি
ভুড়িভোজে ব্যাস্ত থাকি।


ভুলে যাই, আকাশ কোন কোন মানুষের প্রতিনিধিত্ব করে।


ডিসেম্বর ২৬, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা


২৫৭
বেয়াড়া এবং বেপরোয়া
ভুলগুলো ভীষনভাবে তাড়া করে ইদানিং;
খামচে ধরে মগজের অংশে
কিছুটা প্রানশক্তি অবশিষ্ট এখনো।


অস্থির এক অতৃপ্তিতে
ছুটে চলি অবিরাম;
সামনের দিকে প্রবলভাবে।
ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে
বিকেলটা হলুদ হবার আগে।


ডিসেম্বর ২৬, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা