অনু কাব্য সমগ্র


৩২১
কোন কোন মানুষের
মনের ভেতর সাদা পৃষ্ঠা থাকে;
প্রতিনিয়ত লিখতে থাকে
অলিখিত সব লেখা।


আধুনিক প্রযুক্তিতে
কথা বললেই টাইপ হয়ে যায়;
অথচ প্রকৃতি
অনেক আগেই কাউকে কাউকে
সে ক্ষমতা দিয়ে রেখেছে।


জানুয়ারী ১৫, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা


৩২২
বাড়তি মানুষকে সবাই
অবজ্ঞা করে;
অপ্রত্যাশিত অতিথি হিসেবে।
পৃথিবীর কাছেও কেউ কেউ বাড়তি জনসংখ্যা।


কাউকে কাউকে পৃথিবীর প্রয়োজন হয় না
উপুর্যপরি ভুল সিদ্ধান্ত
অহেতুক আকাংক্ষা পোষন
পিছিয়ে পড়া মানুষ’কে
পৃথিবীর প্রয়োজন নেই।


জানুয়ারী ১৫, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা


৩২৩
জীবন রেখা, আয়ু রেখা
এবং মৃত্যু রেখা;
যখন একসাথে মিশে সরলরেখা হয়
জীবনের কবিতা তখন শেষ হয়।


ভুল ব্যাকরণে লেখা কবিতা
কেউ পড়ে না
কেউ মনে রাখে না
মনে রাখার কোন প্রয়োজনই হয় না।


জানুয়ারী ১৫, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা


৩২৪
বাক প্রতিবন্ধী মানুষেরাই
ভালো থাকে বেশি;
কথা বলার আকাংক্ষা তৈরি হয় না।
কথা বলার সক্ষমতা
মানুষের প্রধান শত্রু।


নিজের সক্ষমতাগুলোও
নিজের শত্রু হয়, জানা ছিল না।


জানুয়ারী ১৫, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা


৩২৫
অবশিষ্ট হৃদস্পন্দন মিশে আছে
সমস্ত অস্তিত্ব জুড়ে;
যুদ্ধ শেষে আশ্রয় খোঁজে মানুষ
অথচ, সমাধি প্রাসাদ নেই।


সময়ের কাছে আর কোন দাবী নেই
ঈশ্বরের জন্য আনন্দ বার্তা;
আর কোন চাহিদা পত্র নেই
আর কোন অভিযোগ রেজিষ্টার খুলতে হবে না ।


জানুয়ারী ১৫, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা