অনু কাব্য সমগ্র


৩৪১
রিপু তাড়িত শরীরের আকাংক্ষা
প্রাকৃতিক;
সভ্যতার বেড়াজালে তা
নিয়ন্ত্রিত করা হয়;
কি অমানবিক!!
অথচ,মানবিকতার বড়াই!!!


ঈশ্বরের কোন রিপু তাড়না নেই
অথচ, সৃষ্টিতে সংযোজিত!!


জানুয়ারী ২০, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা


৩৪২
ক্ষুধার অহংকার দেহে জড়িয়ে
মানুষ সভ্য হতে চায়;
অথচ, একটু অহংকার বিসর্জন দিলেই
জীবন সুন্দর হয়ে উঠতে পারে!!


অহংকারী মানষেরা
অন্যকে হারিয়ে দিয়ে
নিজেই হেরে যায়।


আফসোস, সেটা সে বুঝতেই পারে না !!


জানুয়ারী ২০, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা


৩৪৩
ঈশ্বরকে দূরে রাখলে
চিকিৎসা বিজ্ঞান আমাদের সবচেয়ে আপন;
অথচ, নিজ গৃহেই
বিমাতা সুলভ আচরন!


ভিন্ন মাতার গৃহে
সৎ ভাই-বোন আপন হয়।


জানুয়ারী ২০, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা


৩৪৪
আকাশে অদ্ভুত এক অচেনা পাখি
সত্যবাদীতার চিরকুট নিয়ে উড়ছে;
অথচ, বহু বছর আগেই
প্রতিষ্ঠিত সত্য প্রকাশিত।


সত্য আবিস্কারক
দরকার নেই আর;
এখন সবচেয়ে বেশি দরকার
সত্য প্রতিষ্ঠাকারক।


জানুয়ারী ২০ ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৩৪৫
মানুষের জন্ম হয়
মৃত্যুর গন্তব্য সামনে রেখেই;
বিজ্ঞানের মহৌষধে
উপভোগে নৃত্যরত জীবন।


ইতিহাসের বার্তা এখনো পৌঁছেনি
অন্ধ, বধির মানুষ;
বিজ্ঞানের পালটানো রূপে বিমোহিত
অথচ, সব উত্তর থাকে সময়ের কাছে।


জানুয়ারী ২০ ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৩৪৬
জীবনেকে টুকরো টুকরো করে
অনু পরমানুতে বিভাজিত হয়।


অখন্ডিত মৃত্যুকে
টুকরো করা যায় না;
এমন কি মানুষের জন্মও বিভাজিত হয় না।


পাঁচশত কোটি মানুষ
জন্ম মৃত্যুকে সবাই একই রকমই জানে;
জীবন বিভাজি হয় বহুভাবে।


তবে সত্য আর
কোথায় খুঁজবে?


জানুয়ারী ২০ ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৩৪৭
ভুল করে
গহীন পথে পরিভ্রাজক হয়েছি;
নিরিবিলি অভিমানটূকু
বুক পকেটেই আগলে রেখেছি।


আবার একটা প্লাবন দরকার
নুহ আমলের প্লাবনের মতো;
একটি পরিস্কার পথের দেখা
মিলবে হয়তো।


আবার বেঁচে থাকার সম্ভাবনা
তৈরি হবে হয়তো।


জানুয়ারী ২০ ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৩৪৮
জীবনের সবটুকু যোগফল
মেলাবার মিথ্যে অপচেষ্টায়;
ঘুম থেকে জেগে উঠি প্রতিদিন
আগাছায় ভরে উঠেছে জীবন উদ্দ্যান।


কতটুকু সংশোধনযোগ্য
এই দেহ
এই মন
কতটুকু নিয়ন্ত্রন থাকে
মানুষের নিয়ন্ত্রনে?


জানুয়ারী ২০ ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৩৪৯
সহবাস উত্তর ক্লান্তির মতো
জীবন পরিত্যাক্ত হতে পারে;
যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের মতো
স্থির হয়ে যেতে পারে।


বানী চিরন্তনী বই
কিছুটা উদ্দীপ্ত করতে পারে হয়তো;
চূড়ান্ত হিসেবে
ফলাফলে ধনাত্মক সম্ভাবনা থাকে না।


জানুয়ারী ২০ ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৩৫০
জীবিত থাকা মানে
বেঁচে থাকা বোঝায় না;
মৃত্যু হয়ে যাওয়া মানেই
হারিয়ে যাওয়া নয়।


শব্দ চয়ন যথার্থ হয়
কর্মফলে;
জীবনের সার্থকতা থাকে
জীবনকে “জীবন” করে তুলতে পারলে।


জানুয়ারী ২০ ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা