অনু কাব্য সমগ্র


৩৫১
তীর্যক ভাষা শুনে
আমি কোন রেসপন্স করি না;
স্থির হয়ে যাই
অপেক্ষায় থাকি।


আন্তরিক ভাষায়
আবার দুলে ওঠে মন;
ঈশ্বর এবং নারী, দুজনের কাছেই
পুরুষ মানুষ খেলার সামগ্রী।


জানুয়ারী ২২, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৩৫২
হৃদযন্ত্রের হৃদকল্প
ছুঁয়ে দেখবেন না, প্লিজ;
যদি অনুভব করতে পারেন
কফির দাওয়াত রইলো।


হৃদয়ের ভাষা বোঝেন তো?


আপনার চিকিৎসাবিদ্যা
আমার কোন কাজে লাগবে না;
আমি চাই, হৃদয়ের ভাষাটা বুঝুন আগে।


জানুয়ারী ২২, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৩৫৩
শরীরের ভাষার কাছে
সুন্দরের পরাজয় ঘটে;
রাতের অন্ধকরে অসুন্দরও
দাপটে থাকে।


চৌকশ ঈশ্বর, সৃষ্টি করেছেন
দিনের আলো এবং রাতের অন্ধকার;
সুন্দর এবং অসুন্দরের
ভারসাম্য পূর্ণ জয়-পরাজয়


জানুয়ারী ২২, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৩৫৪
শূন্যতায় চাষ করে কি লাভ
মৃত্যুকে ভয় পেলে??
ফিরে যেতে হবে অবশ্যম্ভাবী জেনেও
তবে কেন এলে?

বিশ্রামতর পাখিটাকে জাগিয়ে দিলে
ঘুমন্ত আর্তনাদ দেখতে এলে?
তবুও অভিশাপমুক্ত তুমি
অনেকটা কাল অপেক্ষাতেই থাকবো আমি।


জানুয়ারী ২২, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৩৫৫
তোলপাড় করা সময়গুলো
বড্ড বেশি অবহেলায় কাটে;
কেউ বোঝে না
কেউ দায়িত্ব নেয় না, এমনকি
ঈশ্বরও কি মুখ ফিরিয়ে নেয়?


ভেতর আর বাহির
দূরত্ব যোজন যোজন;
অবশেষে
ঈশ্বরের কাছেই আশ্রয়।


জানুয়ারী ২৩, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৩৫৬
মাঝে মাঝে কিছু প্রশ্ন
ভীষন চমকে দেয়!!


"কেন তবে আসি, তোমার কাছে?"


প্রশ্নটা আমারই ছিল,
আমার কাছে;
অথচ তুমি করে ফেললে!!


উত্তরহীন কিছু প্রশ্ন, পীড়া দেয়, বিব্রত করে;
উত্তরহীনতায় এগিয়ে চলে সময়..


জানুয়ারি ২৪, ২০২৩ বিকেল ৪টা
স্ট্রিট টি স্টল, সেগুনবাগিচা, ঢাকা


৩৫৭
প্রাপ্তির গল্প, অ-প্রাপ্তির গল্প
দুটোরই ভিন্ন মাত্রা,
ভিন্ন অনুভূতি; কিন্তু
না বলা গল্প, না বলতে পারার গল্পগুলো
দগ্ধ করে প্রতিনিয়ত।


ভাষাহীন একটি পৃথিবী
থাকার দরকার ছিল, ভীষন!


জানুয়ারী ২৪, ২০২৩ বিকেল ৪টা
স্ট্রিট টি স্টল, সেগুনবাগিচা, ঢাকা


৩৫৮
কারো কারো জীবনে
একটা গল্পের ভেতর
অনেক গল্প থাকে;
জীবন, নাটকের চেয়েও
নাটকীয় হয়।


আবার কারো
একটাই গল্প থাকে
অসমাপ্ত গল্প..


জানুয়ারি ২৩, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা