৩৭১
জীবনের কাছে
সবার পরাজয় ঘটে না;
কারো কারো ঘটে, চূড়ান্ত পরাজয়।
কেউ কেউ পরাজয়টা বুঝতেই পারে না
আবার কেউ মেনে নিতে পারে না।


আমি বুঝতে পেরেছিলাম
প্রথমে, মেনে নিতে পারিনি;
এখন মেনে নিয়েছি।


এবার বুঝলাম, জীবন আমার কাছেই পরাজিত হয়েছে।


জানুয়ারি ২৫, ২০২৩, সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা


৩৭২
তোমার কাছে গেলে
আমার আরো বেশি মন খারাপ হয়ে যায়


তোমার মন-আকাশের বিস্তারে
হাজারো পাখি ওড়ে


দূর -নিকটকে অতিক্রম করার চেষ্টা করি
কল্পনার রঙে ভীড়মুক্ত তোমাকে পাই, কাছেই থাকি


জানুয়ারি ২৪, ২০২৩, বিকেল ৪টা
স্ট্রিট টি স্টল, সেগুন বাগিচা, ঢাকা


৩৭৩
“কান্না” মানুষের চাহিদা পুরনের
সর্বপ্রথম এবং প্রধান অস্ত্র


ধীরে ধীরে  প্রধান অস্ত্রটি হয়ে যায়
নানামুখী আচরণের বহিঃপ্রকাশ


কান্না সবার্থ উদ্ধারের কৌশল
রোগ নিরাময়ের গোপন ঔষধ
আবার
নিজের ও পৃথিবীর সাথে বোঝাপড়ার
নিয়ামক শক্তি


জানুয়ারি ২৭,২০২৩ রাত ৭টা
মিরপুর, ঢাকা


৩৭৪
প্রতিবছর লক্ষাধিক মৃত মানুষের
ফেসবুক পেজ একটিভ থাকে
আপডেট থাকে না


জীবনের খাতায় আমিও
একটিভ থাকি
কিন্তু, আপডেট থাকি না


জানুয়ারি ২৭,২০২৩ রাত ৭টা
মিরপুর, ঢাকা


৩৭৫
অনেকটা পথ তো হাটা গেলো
এবার ফিরে যাবার সময় হলো


তর্কে-বিতর্কে, চাওয়া-পাওয়ায়
সহযোগীতায়, বিনম্র শ্রদ্ধায়


সকল ঋন পরিশোধ হয় না
প্রকৃতিও অ-কৃপন হতে চায় না


সময়ের উত্তর অসময়ে পাওয়া যায় না
দুঃসময়ের কথা সুসময়ে হয় না


সময়ের গর্ভে বিলীন হোক
যতো স্মৃতি
মুক্ত হোক তব মনের আকুতি


জানুয়ারি ২৯, ২০২৩ সকাল ১১টা
নারায়নগঞ্জ


৩৭৬
প্রতিদিন কাজ শেষে
বাসায় ফিরে, আমি
নিরাপদ অন্ধকারে আশ্রয় নেই
নিশ্চিন্তে থাকি।


আমার অবিশ্বাসী ছায়া
আমাকে অনুসরণ করতে পারে না।
প্রতারক স্বপ্ন গুলো
কাছে আসতে পারে না।


জানুয়ারি ২৮, ২০২৩ সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, উত্তরা, ঢাকা


৩৭৭
আমার চঞ্চল রোদটি
উচ্ছন্নে গেছে;
একটি মৃত ছায়া এখন আগলে রাখে
রোদেরও নাকি সংসার আছে
ব্যস্ততা আছে ভীষন;
আমার জন্য আর অপেক্ষা করেনি।


শুধু
নিঃসংকোচিত রোদটি অপেক্ষায়
থাকে, প্রতিদিন;
স্ট্রিট টি স্টলে, আমরা চা খাই একসাথে।


জানুয়ারি ২৮, ২০২৩ সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, উত্তরা, ঢাকা


৩৭৮
খোলসে মুগ্ধতা
একটি বীভৎস বাস্তবতা
তাৎক্ষনিক মোহগ্রস্থতা


সবাই জানে, তবুও
কেউ কেউ
মুগ্ধতা ছড়ায়
কেউ কেউ ভুলের পথেই পা বাড়ায়


ঝড় আসে, থেমেও যায়
সময় আর ফিরে আসে না


জানুয়ারি ২৮, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৩৭৯
শুন্যতার অনুভুতি খুব ভয়ংকর
ঠিক ব্যাখা করা যায় না
ভেতরে দুমড়ে মুচড়ে যাওয়া এক ধরনের
হাহা কার


শূন্যতার কোন ব্যাখা নেই
সৃষ্টির উৎস থাকে না
শূন্যতার আক্রান্ত মানুষ আর
মানুষ থাকে না


জানুয়ারী ৩০, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৩৮০
মুগ্ধতার ক্যানভাসে
অহংকারী আচরণ কখন শুরু হয়েছে
টের পাইনি
নিরুপায় বিস্ময় ছাড়া
আর উপায় কি?


পৃথিবীর অনেক কিছুই, মানুষ
জানতে পারে দেরী করে
বুঝতে আরো দেরী হয়ে যায়
তবে, আর আমার দোষ কি?


জানুয়ারী ৩০, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা