অনু কাব্য সমগ্র


৩৮১
শীর্ণ মন
এতোটা চাপ সইতে পারে না;
তলিয়ে যেতে যেতে
স্পর্ধিত একাকীত্ত হাজির হয়।


বোধের বিষ্ময়ে
নীরবতা ভর করে;
গল্পের দিনগুলো ফুরিয়ে যায় সহসাই
আর কোন কথা থাকে না।


জানুয়ারি ৩০, ২০২৩ বিকেল ৫টা
পল্টন, ঢাকা


৩৮২
দিনশেষে সবাই ফিরতে পারে না
নিজের কাছে;
আগে নিজের কাছেই ছিল।


সেই যে যাওয়া হলো
আর ফেরা হয় না।


ভীষন অচেনা মনে হয়;
চেনা জগতে অচেনা আগমন
প্রকৃতিও নিরাপত্তা দেয় না।


জানুয়ারি ৩০, ২০২৩ বিকেল ৫টা
পল্টন, ঢাকা


৩৮৩
এতোগুলো উদাহরনের পর
ভুলে যাওয়া উচিত।


অবিশ্বাসের ছায়া আহতই করে
অনুভবের মূল্যহীন স্রোতকে
বৃত্তবন্দী করার কোন মানে নেই।


নির্মিত গ্রামে
অনেক কিছুই পরিত্যক্ত থাকে
শ্যাওলা মাখা শোকও থাকে


নিজের গ্রামের পূর্ণ দাবী থাকলে
গোছানোর দায়িত্ব নিজেরই


জানুয়ারি ৩০, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৩৮৪
কেউ নিজেকে পোড়ায়
কেউ অন্যকে;
দুজনেই সমান অপরাধী
বেচারা জীবনের কোন দোষ নেই।


আমিও অপরাধী
নিজেকে পোড়ানোর দায়ে আমি
আমেকেই অভিযুক্ত করি;
হত্যার দায়ে অভিযুক্ত আমি।


আমার শাস্তি এবং শুদ্ধ চর্চা
পাশিপাশিই চলুক


জানুয়ারি ৩০, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৩৮৫
কথাগুলো হারিয়ে যায় না
বাস্প হয়ে হৃদয়ে ভেসে বেড়ায়;
বোধের অনুপস্থিতে
কথাগুলো আর কথা হয় নয়া।


চাহিদা পুরণের প্রেমে
কথা থাকে না;
শরীরের ভাষায়
কথার উষ্ণতাগুলো ওম পায় না।


জানুয়ারি ৩০, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৩৮৬
যদি আবার কখনো
ফিরে আসি জীবনের কাছে;
চুক্তিবদ্ধ হবো।


প্রত্যাশার সুঠাম দেহে আগুন
জ্বেলে নুতন করে গড়বো।


সম্পর্কের গিটগুলোতে
প্রত্যুষের নুতন গল্প একে দিবো।


নিথর জীবন কাব্যকে
শব্দময় করে প্রাণ সঞ্চার করবো।


জানুয়ারি ৩০, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৩৮৭
জীবন থেকে নিরুদ্দেশ হলে
মিসিং ডায়েরীতে খোঁজ মেলে না


জীবন সমাপ্তিতে, শশ্মান ঘাটে কিংবা
কবরস্থান ছাড়া উপায় থাকে না ।


জানুয়ারি ৩০, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৩৮৮
বিষাদ, ঢেউ, সংঘবদ্ধ গর্জন
নিত্য সাজে;
ক্লান্তিকর জীবন, ভীষন বাজে।


আলোটুকু বেদখল করে থাকে
দুর্বিত্ত অন্ধকারগুলো;


স্মৃতিতে তুমি, শুধু এটুকু ভালো।


জানুয়ারি ৩০, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৩৮৯
অতলস্পর্শী শুকনো কুয়োর ধারে
বিশুদ্ধ স্পটিক জলের অপেক্ষা;
আমার নিরাময়ের জন্য ভীষন জরুরী।


রক্তের প্রয়োজনে
জরুরী বিজ্ঞপ্তি থাকে, রক্তে গ্রুপ লিখে


স্ফটিক জলের গ্রুপ কি?
আমার জানা নেই।


আমার নিরাময়ের সম্ভাবনাও নেই।


জানুয়ারি ৩০, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৩৯০
মানুষের কাছে মানুষের
মুক্তি থাকে না
কেবলই শেকলবন্দী, কিংবা অচেনা;
মানুষ পুরোটা বুঝতে পারে না।


শেকলবন্দী মানুষ
আনন্দ, উল্লাস,  ভালোবাসায় কিংবা
যন্ত্রনার দহনে থাকে;
শেকলের গিটগুলো, বাঁকে বাঁকে


জানুয়ারী ৩১, ২০২৩, সন্ধ্যের ৭টা
মিরপুর, ঢাকা