অনু কাব্য সমগ্র


৪০১
উপেক্ষা আর অপেক্ষা
দুটোই তীব্র যন্ত্রনার
কিন্তু বিপরীতমুখী


তোমার সাথে আমার পথচলার
দুটো অভিজ্ঞতাই ঝুড়িতে রইলো


ফিরে যাচ্ছি নিজ ভুবনে


তুমি ভালো থেকো


ফেব্রুয়ারী ১, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা


৪০২
বিশ্বাসের তীব্রতা
আমাকে কাবু করে ফেলেছিল


তোমাকে ছেড়ে আসতে পারবো
এটা ছিল আমার বিশ্বাসের সীমাবদ্ধতা


আমি এখন মক্ত
বিশ্বাসের বন্দীদশা থেকে


তুমি ভালো থেকো


ফেব্রুয়ারী ১, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা


৪০৩
ফিরে যাচ্ছি ঠিকই
তবে ভুলে যাচ্ছি না
অনেকদিন মনে থাকবে তোমায়
দীর্ঘদিন


তোমার অহংকারী পারদের
রাস্তায়
ভুল করে গিয়েছিলাম
ক্ষমাপ্রার্থী


তুমি ভালো থেকো


ফেব্রুয়ারী ১, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা


৪০৪
হঠাৎ করেই
তার চলে যাওয়া নীরবে দেখি
তার অহংকারী পদচারনায়
কষ্ট পাই
পুড়ে যাই
অথচ, আমি তাকে বন্ধ ভেবেছিলাম


বেলা শেষে শহরের শরীরে
জল জমে থাকে
আকাশে যেমন মেঘ জমে
বৃষ্টি হয়ে ঝড়ে পড়ার অপেক্ষায়


ফেব্রুয়ারী ২, ২০২৩, সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা


৪০৫
পাখিটা উড়তে ভুলে গেছে
দুই পা জুড়ে লেপ্টে থাকে ডানা
উড়ার ক্ষমতার স্থবিরতা
কাউকে বলতে পারে না


নদীতে একলা মাঝি
একই সময়ে, একই দিনে থেমে যাবে
কোন একদিন


ফেব্রুয়ারী ২, ২০২৩, সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা


৪০৬
জীবন-দেহের ভেতর সাজানো থাকে
দৃশ্যের পর দৃশ্য
বিষন্নতার প্রেমে পড়ে বলেছিলাম
এসো বিষন্নতা উপভোগ করি


ভয় পেয়ে পালিয়ে গেলে
বিষন্নতা আমার সঙ্গী রয়ে গেল


তোমাকেও একদিন ফিরতে হবে
তার কাছেই, কিংবা
আমার সাথে হাটতে হবে


ফেব্রুয়ারী ২, ২০২৩, সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা


৪০৭
বহুদিন হয়ে গেল
পৃথিবীতে এসেছি
অথচ, এখানে কোন প্রতিবেশী নেই
কোন বন্ধু নেই


আদম আর হাওয়া বিবি
স্বর্গে ভালো ছিল
একে অপরের বন্ধু ছিল
প্রতিবেশীহীন নিজেরাই ভালো ছিল


ফেব্রুয়ারী ২, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪০৮
আমি আরো
আরো গভীরে যেতে
শূন্যতার কাছে থেকে
তোমাকে দেখতে চাই


চোখের ভেতর আকাশ রেখেছি ভরে
ভালোবাসার বিশালতা আছে
ছুয়ে দেয়ার আকাঙ্ক্ষা আছে
থরে থরে সাজানো প্রেম আছে


এসো দেখবে তবে!


ফেব্রুয়ারী ২, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪০৯
শুধু শুধুই
ম্যাসেঞ্জারে সবুজ বাতি দেখি
ফেসবুকে তোমার উপস্থিতি
অনুভব করি


তুমি, নিজের প্রয়োজনে
অনলাইনে থাকো, লগইন করো
অথচ, আমি বিভ্রান্তিতে মরি
প্রযুক্তি দূরকে কাছে দেখায়
অহেতুক, দৃশ্যমান করে মানুষে ভোগায়


ফেব্রুয়ারী ২, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪১০
আমি কেন ক্রমাগত
কথার জালে আকর্ষিত হই
প্রতিনিয়ত কেন
বিমর্ষ হয়ে পড়ি অহংকারই আচরণে


অথচ
শরীরের আকর্ষন হলে ভালো হতো
অল্প সময়েই বিনাশ হতো
মুক্তির আকাশে নিঃশ্বাস নেয়া যেতো


আমার আর কোন মুক্তি নেই


ফেব্রুয়ারী ২, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা