৪১১
পূর্ণতার ইচ্ছায় মানুষ অস্থির
অথচ, অর্ধেক চাঁদও অনেক সুন্দর!!


পূর্ণতারই অংশ অ-পূর্ণতা
অপূর্ণতা ছাড়া, পূর্ণতার অস্তিত্ত থাকে না


ফেব্রুয়ারী ৩, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা


৪১২
তারপর থেকে,
আমি আর তোমায় ডাকি না
তুমিও ইচ্ছে করে কাছে আস না;
ভুলগুলো শোধরে ওঠে না।


তারপর থেকে,
আমি স্মৃতি নিয়েই বেঁচে আছি
তুমি আর নেই কাছাকাছি
তবুও দুজনেই বেঁচে আছি।


তারপর থেকে,
শুধুই অপেক্ষায় থাকা, জীবন
নিস্তব্ধতায় আঁকা।


ফেব্রুয়ারী ৩, ২০২৩, রাত ১২টা
মিরপুর, ঢাকা


৪১৩
আমার কোন আগামীকাল নেই
আমি একদিন একদিন
করেই বাঁচি;
অতীতকে সাথে নিয়েই থাকি।


আমি বর্তমানেও থাকি না
মুহূর্তের মধ্যে বসবাস করি;
মুহূর্তবাদ আমার বেঁচে থাকার শক্তি
ভবিষ্যৎ শত্রু, অতীতে আসক্তি।


ফেব্রুয়ারী ৬, ২০২৩ সন্ধ্যে ৭টা
বইমেলা ২০২৩, ঢাকা


৪১৪
শব্দগুলো যেন জাদুর বাক্স
মনকে ভারাক্রান্ত করে;
আবার উজ্জীবিতও করে
প্রেক্ষাপট শব্দকে নির্বাচন করে।


শব্দগুলো  পরাধীন
স্বাধীন সত্ত্বায় বাঁচতে চায়;
আমাদের মন শব্দকে হত্যা করে
প্রেক্ষিতও মনকে নিয়ন্ত্রন করে।


ফেব্রুয়ারী ৬, ২০২৩ সন্ধ্যে ৭টা
বইমেলা ২০২৩, ঢাকা


৪১৫
বুদ্ধিমত্তা, সংকল্প, আত্মবিশ্বাসের
অসাধারন সংমিশ্রন;
সবার সাথে মিশে যাবার
জন্মগত দক্ষতা।


তোমাকে নিয়ে আমার
একটাই ভাবনা;
শুধু অহংকারী মনোভাব
যেন বা, চাঁদের গায়ে কলঙ্ক


ফেব্রুয়ারী ৬, ২০২৩ সন্ধ্যে ৭টা
বইমেলা ২০২৩, ঢাকা


৪১৬
গল্পটা অসমাপ্তই থেকে গেছে
অর্ঘেক এগিয়েছে, অর্ধেক পিছিয়েছে;
অবশেষে নীরবতায় ঘুমিয়েছে
জীবন এখন গল্প ছাড়াই চলছে।


অজস্র শিল্পকর্ম কেবলই
চারপাশে ঘোরেফেরে;
অব্যক্ত আকাঙ্ক্ষা ভাষা পায় না
নীরবতা ভর করে মগজে।


ফেব্রুয়ারী ৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪১৭
একে একে সব দেয়াল
ধ্বসে গেল;
সব দরোজার কবাট
ভেঙ্গে গেল।


শুধু বৃত্ত আর বৃত্ত
বৃত্তবন্দী মানুষও একদিন
মুক্তি পাবে;
নিঃসন্দেহে, নিশ্চিতভাবেই।


ফেব্রুয়ারী ৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪১৮
মেধাবী পুরুষ
নারী বঞ্চনায় ভোগে;
অনুভবে পোড়ে।
মেধার কি তীব্র অপচয়!!


মেধাবী পুরুষ
নগর বিষাদেও ভোগে
পা চাটা কুকুরের ঘেউ ঘেউ শব্দে।
মেধার কি তীব্র অসম্মান!!


ফেব্রুয়ারী ৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪১৯
অন্য কেউ আর আমার মধ্যে;
তোমার কাছে কোন পার্থক্য নেই
থাকার কথাও না;
আমিই ভুল করে, পার্থক্য করি।


আমি আসলে আম-জনতা
কিংবা, তোমার অসংখ্য ফলোয়ারের
একজন মাত্র;
অথচ, আমি ভুল ভাবি !


আমি কোন সংখ্যা বিচারে
থাকতে চাই না;
সংখ্যার ভীড়ে যেতে আমার ভীষন ভয়;


তুমি সংখ্যা গুনতে পছন্দ করো!!


ফেব্রুয়ারী ৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪২০
আমার কোন দাবী নেই
অভিযোগ নেই
অভিমানও নেই
শুধু কিছু আক্ষেপ আছে


কার কাছে আক্ষেপগুলো
প্রকাশ করবো??
আমি কারো ভালোবাসা চাই না
শুধু আক্ষেপ প্রকাশ করার একজন মানুষ চাই।


ফেবরুয়ারী ১, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা