অনু কাব্য সমগ্র


৪২৭
মুগ্ধতার রূপরেখার
বিভাজন বা ব্যবচ্ছেদ হয় না;
সে রূপ কিংবা অপরূপ
মানুষ কিংবা কল্পনার ভাষ্কর্য।


জীবনের মতোই
প্রবাহমান, সমস্ত অস্তিত্ত জুড়ে;
সে এক অনুভব
তেমনি ভাবনা
এক আলোড়ন!!!


ফেব্রুয়ারি ১১, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৪২৮
প্রতিবার শূন্য হাতে
ফিরে আসি;
অথচ এমন হবার কথা ছিল না।
তখনো আমি, স্থির বর্ধিত দর্শনে।


যতোবার অবহেলা,উপেক্ষা
আর বিদ্রূপের সুর শুনেছি;
মনের ধীরতা ক্ষয় হতে হতে
শুন্য হয়েছে।


শুন্যতার পুজিতে আগামীর পথচলা!


ফেব্রুয়ারি ১১, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৪২৯
কোন সখ্যতা নেই
তবুও ভাবনায় লেপ্টে থাকি;
অদ্ভুত এক আচরণ আমার
থেমে থেমে অহেতুক অস্থিরতা বহন করি।


ভুলে ভরা অগ্রসরতা
আমার বিনষ্ট সত্তা জুড়ে;
খরাপীড়িত ভূমিতে অহেতুক কৃষকের দাসত্ব।


আমি দূর থেকে দেখি
বিস্মিয় ভরা চোখে!!


ফেব্রুয়ারি ১১, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৪৩০
হৃদয় আগুনে যতোটা পোড়ে
পুড়ুক, ছাই হয়ে যাক;
সর্বহারা শুন্যতার ছোয়া
তবুও স্থির, নিস্পলক চাহুনী থাকুক।


জীবনের নোনা জলে
তবুও ভেসে বেড়াবো;
মাথা ভর্তি চেতনা, আর
ঘর ভর্তি কাগুজের স্তুপ থাকুক


অক্ষত থাকুন আমার নিজের জন্য।


ফেব্রুয়ারি ১১, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা