অনু কাব্য সমগ্র


৪৮৬
তোমাকে খুঁজে পেতে
অস্থির থাকি, সারা সন্ধ্যা
ধ্যান থাকে না বোধহয়


তুমি ধ্যান চাও, মগ্নতা চাও
স্থিরতা চাও


অথচ আমি, অস্থির, ব্যাকুল; আমি
সব সময়েই
তোমার আশ্রয়ে থাকতে চাই


প্রভু আমায় ধ্যানমগ্নতা দাও


ফেব্রুয়ারি ২৬, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪৮৭
জেগে উঠি মাঝরাতে
কথা বলি, নিজের সাথে
আত্মদহনে, আত্মবিলাপে


অথচ, তুমি নীরব, স্থির
কোন তোলপাড় নেই


বিচলিত আমি কুয়াশার আঁধারে
ভোরের অপেক্ষায় থাকি
প্রতিনিয়ত কথা শিখি বিনিদ্র রজনীর কাছে


ফেব্রুয়ারি ২৬, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪৮৮
তোমাতে মগ্ন থাকি
তোমাতেই লুটপাট হই প্রতিনিয়ত
হেঁটে হেটে ব্যস্ত রাস্তা অতিক্রম করি
ভুল করি, ভুলে পড়ি আবার
ভুলেই মরি


চেনা মানচিত্রে থাকা হয় না
শাষনেও চলা হয় না
নিজের পরিধি অতিক্রম করি
দুঃসাহসে ভর করে


শেষ পরিনতি ভয়াবহ, তবুও ভুল করি


ফেব্রুয়ারি ২৬, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪৮৯
নিয়মিত অবহেলায়
আমি অভ্যস্ত হয়ে গেছি
ক্রমাগত উপেক্ষায়
আমি বোধহীন হয়েছি
তবুও মুগ্ধতায় থাকি, অপেক্ষায় থাকি


সৃষ্টির মুগ্ধতা আমায় অপেক্ষায় রাখে
অসময়গুলো যখন ওতপেতে থাকে


ফেব্রুয়ারি ২৬, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪৯০
বিস্তর অভিমানে
টেনে নিয়ে চলি ফেলে আসা তিক্ততাকে;
নুতন করে শুরু করতে চাই
নিঃশ্বাসের ধূলো উড়িয়ে, দীর্ঘশ্বাসের সাথে সমঝোতা করে


ডুবে থাকি কল্পনার শক্তিতে
অবচেতন দৃষ্টিতে আগামীকে দেখতে চাই;
ভুলের বিসর্জনে
জীবনে মায়া ছড়াতে চাই নিঃসঙ্কোংকোচে


ফেব্রুয়ারি ২৬, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা