অনু কাব্য সমগ্র (৫০০তম অনু কাব্যের মাইলস্টোন)


৪৯১
সত্য-মিথ্যা, ভালো-মন্দ, বিশ্বাস-অবিশ্বাস, ভালোবাসা-সন্দেহ......


এগুলো আইডেন্যিক্যাল, সহ-অবস্থান করে না,
করার কথাও না তাত্ত্বিকভাবে,
কিন্তু বাস্তবতার রূপায়নে ভিন্নতা দেখি।


তত্ত্ব নির্মান হয় তথ্যের ভিত্তিতে,
কিন্তু তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল। ফলে তত্ত্বও স্থির কিছু না।


কোন কিছুই স্থির না, কোন কিছুই সত্য না, মিথ্যেও না, একমাত্র মৃত্যু ছাড়া


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৪৯২
শূন্যতারও অস্তিত্ব থাকে
মানুষ কেন তবে ঈশ্বরে বিশ্বাস করে না ??


নিজের দিকে তাকালেই
শূন্যতা অনুভব হয়
তবে কি, আমি আমরা সবাই
অস্তিত্বহীন!!


একাকীত্বের অনুভব আর
শূন্যতার অনুভূতি, ভিন্ন ভিন্ন


আমি দুটো অনুভূতিতেই জীবন উদযাপন করি


ফেব্রুয়ারি  ২৬, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪৯৩
দুরন্ত শৈশব কৈশোর অপচয় করেছি
আচমকা স্নায়ুর আওয়াজে
ঘ্রানহীন যৌবন ছায়ার সাথে মিলিয়ে গেছে
অথচ ঘ্রান থাকার কথা ছিল


কাচা হলুদ রঙে রাঙানো থাকতে পারতো
মধ্যবয়সী তীব্রতা
নরম বিকেল আর তুলতুলে সন্ধ্যেগুলো
উদযাপন করা যেতো, এক সাথে


কিন্তু তুমি রইলে না


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৪৯৪
রক্তের আগুন আর
মগজের উষতার, সমঝোতা হয় না যখন;
স্পষ্ট মৌনতা
দরোজার পাশে দাঁড়ায় তখন


জমানো অনুভূতি উড়ে যায়
ভেসে বেড়ায়
নিজেরই আঙ্গিনায়;


ঘড়িটা  তখনো সময়কে তাড়িয়ে নিয়ে বেড়ায়
দুর্দান্ড প্রতাপে


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৪৯৫
নীলের ওপারে
রাশি রাশি শূন্যতা’রা বাস করে
কখনো বিদ্রুপে, হিংসায়, ঘৃণায়
এপারে চলে আসে, নিঃসঙ্কোচে


আধারের সাথে মিশে থাকে
খুব নীরবে, গোপনে
কোলাহল সব ঢেকে যায় শূন্যতার আহ্বানে


কেউ কেউ বিস্মিত হয়, অবাক তাকিয়ে দেখে


তারপর, একদিন, ওদের সাথে বন্ধুত্ব করে ফেলে।


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৪৯৬
কেবলই কথা বলি
সহস্র কালের সময়ের মতো; মন ও মগজের সাথে বিড়বিড় করে


কখনো আয়নায় মলিনতা দেখি
বরক জমা অনুভূতিগুলো, সব সময় জমাট বাধা


জীবনের আয়ু বাড়িয়ে দিলে কি
খুশি হতে? সুখী হতে? ঈশ্বরের প্রশ্ন


সময়ের সাথে আদৌ এদের কোন সম্পর্ক আছে?
আমি তো জানি
ঈশ্বরের কাছে সময়ের ধারনা ভিন্ন
একদিনও সহস্র বছরের সীমা হতে পারে


তবে, ঈশ্বর এমন প্রশ্ন কেন করলেন?


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৪৯৭
অজানা এক বিষ্ময়
সারাক্ষন তাড়িয়ে বেড়ায়
এখানে, সেখানে, ঘরে, বাইরে, মনে, মগজে


এক সময়  প্রশ্ন ছিল
অথচ উত্তর খুঁজে পাইনি, দীর্ঘদিন, বহু বছর


এখন উত্তর আছে
অথচ, প্রশ্নটাই ভুলে গেছি


আগে প্রশ্ন, তবে তো উত্তর
দুটোই পাশাপাশি থাকতে হয়


আমি পুরো জীবন ধরে, দুটোকে একসাথে করতে
ব্যর্থ হলাম


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩, রাত ৮টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা


৪৯৮
ইদানিং আমার মগজটাকে
ভিখেরী মনে হয়


রাষ্ট্র সমাজ, প্রতিষ্ঠানগুলো
ভিখেরী খোঁজে
তাদের মগজের প্রয়োজন নেই


মগজ বন্ধক রেখে টিকে থাকার নাম “নয়া সভ্যতা”


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩, রাত ৮টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা


৪৯৯
মানুষের পিশাচী মস্তক
অনিয়মের সুতোয় ভিত্তিপ্রস্তর স্থাপন করে
আর নিয়মের আলপনায়
প্রাসাদের ডেকোরেশন করে


সুন্দরের চর্চায় আজকাল টুপির ব্যবহার বেড়েছে


সভ্যতার পিচঢালা পথে
ঘোড়ার আগে গাড়ী দিলে,
গন্তব্যে কখন পৌঁছাবে ?


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা


৫০০
আমার প্রতিদিনই ব্যস্ততা থাকে
টিকে থাকার ব্যস্ততা;
বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার ব্যস্ততা, সবচেয়ে বেশি
অতৃপ্তি এবং অপূর্ণতা ঘুচানোর ব্যস্ততা


শুধু কথা বলার ব্যস্ততা থাকে না
কথাগুলো
কবিতার শরীরে মিশে থাকে


কোন এক নিস্তব্ধ ভোরে, নিদ্রাহীন গভীর রাতে
কিংবা
একাকী চায়ের স্টলে, অনেক মানুষের ভীড়ে
তাদের সাথে আমার দেখা হয়।


ফেব্রুয়ারি  ২৭, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা