অন্য কাব্য সমগ্র


৫১১
আমার অনেক কথা ছিল
এ জনমে হলো না বলা


আমার অনেক পাওনা ছিল
এক জনমে হলো না পাওয়া


কি আর করা


পরজনমের অপেক্ষা ছাড়া!!


মার্চ ২, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা


৫১২
আমার দীর্ঘ শ্বাসের শেষটা
জীবনের শেষ লাইনটা;
যেন তোমার জীবনের শুরুটা হয়


তাই আমি শেষ লাইনটা
সুন্দর করতে চাই


প্রানপণ চেষ্টা কররো
একটা সুন্দর সমাপ্তি এবং শুরু জন্য


তুমি ভালো থেকো


মার্চ ২, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা


৫১৩
আদতে কোন সখ্যতা নেই
তবুও, আমি অপেক্ষা করি তোমার ফেবু পোষ্ট এর জন্য


মূলত তোমার মতো আমি বিখ্যাত কেউ নই
তবুও, আমি ছায়ায় ছায়ায় থাকি


আসলে, আমাদের কোন বন্ধুত্ব নেই
তবু আমি, বন্ধু ভাবি, তোমায়


মার্চ ২, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৫১৪
আর কোন অপেক্ষা নেই
অপেক্ষারও একটা আয়ু থাকে
জীবনের মতই সংক্ষীপ্ত আয়ু


অপেক্ষার আয়ু শেষ হলে
দীর্ঘশ্বাসের বাতাস থাকে মগজে, অস্থি মজ্জায়, হাড়ে;
মুক্ত আকাশে হেটে চলার গতিও বাড়ে


মার্চ ২, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৫১৫
মানুষ ভুলের প্রায়শ্চিত্ত করতে চায় না
সংশোধন চায়
যেনতেন ভাবেই সময়কে পরাজিত করতে চায়


একমুখী সময় রেখায়
পুরাতনকে নুতন করে সাজানো যায় না
নুতন কিছু হতেও পারে, বলা যায় না  


সময়ের সাথে দ্বন্দ্ব চলে না


আত্মসমর্পন হলে,তবু কিছু তো মেলে


মার্চ ২, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা