অনু কাব্য সমগ্র


আমি তো দূরেই চলে যাবো
ঝড় যতোদূর নিয়ে যায়
আগে কিংবা পিছে


পেছনেরও পেছন থাকে
আগেরও আগে থাকে


আমি আর কতটুকুই বা পারি


মার্চ ৭, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা


৫২৭
কবরের উপর দিয়ে
হেটে যায় না কেউ
মৃত মানুষের অভিশাপের ভয়
যথার্থ সম্মান না জানানোর;
শ্রদ্ধা না জানানোর আত্মগ্লানি


অথচ, জীবিত মানুষের প্রতি কোন শ্রদ্ধা নেই
সম্মান নেই


জীবিত মানুষ অভিশাপ দিতেও পারে না !!


মৃত মানুষের শক্তি ভয়ংকর!!


মার্চ ৭, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা


৫২৮
ঘুম থেকে জাগার পর
বিছানা থেকে কুড়িয়ে নেই
ছায়ার শরীর আর কিছু স্বপ্ন


দিনের স্বপ্ন ভেঙ্গে তৈরি হয়
রাতের স্বপ্ন
রাতেরটা ভেঙ্গে হয় ভোরের


ভোরের চিলতে আলোয়
দেখা মেলে ঈশ্বরের


তারপর......


মার্চ ৬, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৫২৯
ইচ্ছেরও জন্ম মৃত্যু আছে;
মানুষের মতোই
আয়ুর তারতম্য আছে;
বেচে থাকার তীব্র প্রতিযোগীতা আছে।


আমার ইচ্ছেগুলো
ভোরে জন্ম হয়,
মানুষের কোলাহলে হারিয়ে যায় দিনের আলোয়;
কখনো বা নিঃশ্বাসে লুকিয়ে থাকে


মার্চ ৭, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৫৩০
নিজের কোন গল্প নেই বলে
অন্যের গল্প পড়ি
উপন্যাসে অনেক চরিত্র এক সাথে পাই


প্রতিদিন অনেক গল্পের মুখোমুখি হই
অথচ লিখা হয় না


এই যেমন
একটি সিগারেট ধরানো যাচ্ছে না
আগুনের অভাবে


মার্চ ৭, ২০২৩ বিকেল ৩টা
মিরপুর, ঢাকা