৫৯১
একদিন হঠাৎ করেই
চোখের সামনে দিয়ে পৃথিবীটা
বুড়ো হয়ে গেল


অথচ আমি এখনো
প্রবীন হতে পারলাম না


বিষন্নতার বিরুদ্ধে মানুষের কঠিন লড়াই
আমারও তাই হচ্ছে


এপ্রিল ১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৫৯২
তোমার অহংকারী মচমচে
পদক্ষেপ
আমাকে নিরুপায় করে তোলে


আমি কিছুই লিখে রাখিনি
অথচ, অসংখ্য উদাহরন আমার হৃদয়ে জমা রয়েছে


ঢেউ এর উপর আরো ঢেউ
আমার নিঃশ্বাসে কষ্ট হয়েছে বটে


তবুও, টিকে গেছি অবহেলার নিরাপদ আশ্রয়ে


এপ্রিল ১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৫৯৩
বুলেটে বুলেটে পাটাতন
তছনছ হয়েছে
আমার কোন অস্ত্র ছিল না বলে, প্রতিউত্তর দেইনি


ভালোবাসায় কোন অস্ত্রের কারখানা থাকে
আমার জানা ছিল না


মৃত্যু আমার কাছে একটি  উপমা
প্রতিদিনের ঘুম যেমন মৃত্যুর রূপক


এপ্রিল ১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৫৯৪
ঈশ্বর সীমানা এঁকে দেন
আমরা প্রতিনিয়ত সীমানা অতিক্রম করতে চাই


আমরা ভালোবাসার সীমানা অতিক্রম করে
উজ্জ্বল নক্ষত্র হতে চাই


সূর্য্যের প্রতিফলিত আলো
চাঁদের গায়ে মায়াবী আচর দেয় বটে
অথচ স্থায়ীত্ত থাকে না


এপ্রিল ১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৫৯৫
চিত্রকর তার ক্যানভাসে
রঙের তুলিতে ভাবব্যক্ত করতে পারে


অথচ, ঈশ্বরের দেয়া ক্যানভাসে
মানুষ রঙ তুলি ব্যবহারে অপারগ


ওহে মানব
এখনো সময় আছে, নতজানু হও

ক্যানভাস ভরে উঠবে দারুন এক চিত্রকল্প


এপ্রিল ১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা