৬৬১
মানুষের পাওনা শুধু নিজে
নিজের জন্যই যতটুকু
বাকী সব শূন্য


জীবন আসলেই এক
প্রশ্নবোধক চিনহ


মে ৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৬৬২
মাঝে মাঝে আমি
হাঁটতে পারি না; সত্যিই পারি না


জনশূন্য নির্জন পথেও মন্থর হয়ে যায় চলার গতি
বয়স তেমন হয়নি
স্মৃতি শক্তি ও লোপ পায়নি


চশমা চোখেও সোজা পথটা বড্ড অচেনা মনে হয়
কাছের গন্তব্যটাও হঠাৎ হঠাৎ
স্বর্গের মতোই যোজন যোজন দূরের ঠেকে
সামনের মসৃণ পথটাকে পুলসিরাতের মতোই ভয়ংকর লাগে


মাঝে মাঝে আমি হাঁটতে পারি না
তৃষ্ণার্থ চাতক পাখির মতো
নিষ্পলক চেয়ে থাকি উর্ধপানে


মাঝে মাঝে আমি
হাঁটতে পারি না; সত্যিই পারি না


মে ৮, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৬৬৩
আধ খাওয়া আপেলের মতো
জীবনের অর্ধাংশ হয়তো
এখনো সুন্দর; কিংবা আরো
কদর্য অপেক্ষারত


অপরাংশ হতে পারে
সময়ের নিষ্ঠুর কামড়ে খায়ে গেছে
কিংবা হতে পারে
আরো বেশি মোহনীয় শেষটুকু


জানাটুকু সব সময় অবহেলিত
অজানাটুকুই হয়ে উঠুক সুন্দর


মে ৯, ২০২৩ রাত ৮টা
স্ট্রীট টি স্টল, মিরপুর, ঢাকা


৬৬৪
ক্রমাগত মেদ ঝরতে ঝরতে
প্রকটভাবে দৃশ্যমান হয়েছে
শরীরের স্কেলিটন


মানুষের জীবনেরও
একটা স্কেলিটন থাকে


দুটো একাকার হয়ে গেলে
একে অপরকে সহায়তা করলে
বিষ্ময় অবশিষ্ট থাকে!!!


মে ৯, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা