অনু কাব্য সমগ্র


১৬১
দীর্ঘ জীবনের উপপাদ্য
সুবিস্তৃত ক্যানভাস;
সুখ এবং যন্ত্রনা দুটোই সংক্ষিপ্ত এবং তাৎক্ষনিক
দহনটুকুর পরিসীমা অজানা।


সংকটে, সংগ্রামে, হতাশায়
প্রকৃতিই একমাত্র আশ্রয়;
নাইট ক্লাব, আর্ট গ্যালারি, কবিতার শব্দ
ভিন্ন ভিন্ন মাত্রা, কিছুই হয় না পরিতৃপ্তির প্রতিশব্দ।


ডিসেম্বের ১, ২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা


১৬২
আমি গল্পের ছলে তাকে
দেখে আসি মাঝে মাঝে;
শরীরের প্রতিভার চেয়ে মগজের
প্রতিভা কাছে টানে বেশি।


বিপরীত লিংগের প্রধান আকর্ষন
দেহের শরীরি প্রতিভা;
আমি চলি উলটো পথে
প্রথমে মগজ, পরে শরীর।


ডিসেম্বর ১, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা


১৬৩
দূরত্ত রেখা কত বড়
হতে পারে, অনুমান নেই;
মৃত্যু রেখার সাথে মিলবে?
নিঃশ্বাসের কাধ কত চওড়া হতে পারে?


মনোজগতের প্রশ্নে
যৌবনের তাড়না কমে;
ম্রিয়মান মেঘেদের হীমকাতর শরীর
প্রিয় আকাশ, প্রশ্নোত্তর চাই।


ডিসেম্বর ১, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা


১৬৪
ওখানে কেবলই দুপুর
কেউ নেই আজ;
যৌক্তিক প্রতিভার মেয়েটি ছিল
অহংকারের ছায়ায় হারিয়ে গেছে।


জল আর তেল যেমন
মেশে না কোনদিন;
প্রতিভা আর অহংকারের সাথে
প্রেম না হলে খুব ভালো হত।


ডিসেম্বর ১, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা


১৬৫
পরিত্রান পাবো ভেবে
মৌনতার আশ্রয় নিয়েছিলাম;
আত্মার বারান্দায় তখনো
সন্দেহের মৌমাছি ওড়ে।


তবে আর কেন
সন্নাস জীবন বরন করবো!
উপভোগের মাত্রা বাড়াবো
ভাবছি, দীর্ঘদিনের পণটাই ভেংগে ফেলবো।


ডিসেম্বর ১, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা