২৭৫
শব্দের পর শব্দ
অর্থের গভীরতা খুজি;
নিমগ্ন মৌন প্রার্থনায় চোখ বুজি
অনুভবের অনুভূতিটুকুই পুজি।


মননের খরা ছিন্নভিন্ন করে
অতৃপ্ত আত্মা নিভৃতে মরে;
নাগাল মেলে না, তল পাই না তার
এখন আছি, কাল হয়তো নেই আর!!


জানুয়ারি ৩, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা


২৭৬
বঞ্চিত করে দিলে মোরে
প্রতিদিন একটু একটু করে;
আমি বেচে রই আমার ঘরে
আমার তড়ে।


তোমা হতে ফিরে আসি
অভিযোগ নাই বা রাখি;
তোমার আনন্দ যেন না থাকে বাকি
আমি আমার মত বেচে থাকি।


জানুয়ারি ৩, ২০২৩ সকাল ৯টা
মিরপুর, ঢাকা