অনু কাব্য সমগ্র


৫৩১
আগুন্তকের শব্দ শুনি


মগজের সাথে শরীর আঁতাত করে
ভাবনার আক্রমনে


নিস্তব্ধতার শব্দ শুনি
বিশ্বাস পুড়ে জন্ম নেয় অবিশ্বাসের


থমকে দাড়াই, প্রশ্নের তীব্রতায়


একা একাই চা খাই, অবুঝ ভাষায় কথা বলি


মার্চ ১০, ২০২৩ ভোর ৬ঃ৩০মিঃ
মিরপুর, ঢাকা


৫৩২
মাঝে মাঝে বিস্ময়ে
জ্বলে ওঠে সময়ের বেদনা
হাজারো প্রশ্নের দহনে
হৃদয়ে আগুন জ্বলে


নীরবতায় অস্থির পায়চারি
আচমকা
অস্তিত্ত্বহীনতার অস্তিত্ত্ব ধরা দেয়
অন্তঃকোণে তখন প্রবল অগ্নিশিখা


মার্চ ১০, ২০২৩ ভোর ৬ঃ৩০মিঃ
মিরপুর, ঢাকা


৫৩৩
আমি ভুলে যেতে চাই
মানুষের পিশাচি মস্তক


নিয়ম করে আকড়ে থাকতে চাই
আমার অনিয়মের ইচ্ছেগুলো


প্রতিদিনের বাধ্যতামূলকের কাছে
হেরে যেতে চাই কিছু অনিয়মের কাছে


আমি মুক্ত হতে চাই, পেচিয়ে ধরা স্বপ্নের ছোবল থেকে


মার্চ ১০, ২০২৩  সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৫৩৪
জীবনের অধ্যায়গুলো
বইয়ে পড়া অধ্যায়ের সাথে মিশে থাকতে চায়
অথচ হোচট খায়  বারে বারে


মানুষের ছায়া রেখে যায় ঘন ঘন
স্পর্শ করে, প্রভাবিত করে
অথচ, মিশে থাকে না


সিগারেট ধরিয়ে অনেকক্ষন অপেক্ষা করি
অথচ,  সে আসে না
অপেক্ষায় রেখে, আনন্দ পায়


মার্চ ১০, ২০২৩  সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৫৩৫
রাত্রি আকড়ে থাকে
দীর্ঘক্ষন ধরে, যেন না অনেকদিন পর প্রেমিকার সাথে দেখা
দহনের চুম্বনে আলিঙ্গন শেষ হয় না


শান্ত বিকেলগুলো অশান্ত হয়ে ওঠে
যাবতীয় অতীতের শীতল স্মৃতির গভীরে


আমি তখনো স্থির থাকি
অবিচল এবং নির্বিকার
যেন বা শেষ গন্তব্যের কাছে এসে গেছি


মার্চ ১০, ২০২৩  সকাল ৭টা
মিরপুর, ঢাকা