প্রতিদিন উপলক্ষ্যহীন
ভোর আসে
ভোরকে আমার নির্লজ্জ মনে হয়
কোন উৎসবে অনাহুত অতিথির মত;


নিজের অধিকার নিয়েই
ভোর আসে
নিজের প্রয়োজনে
আমার চাওয়ায় না-চাওয়া কিছুই যায় আসে না;


ভোর আমাকে প্রতিদিন
একবার করে তিরস্কার করে
ফিরে যাবার আগে করুণার
হাসি উপহার দেয়;


রাতের অন্ধকার দীর্ঘায়িত
করতে চাই বলে উপহাস করে
জীবনকে ক্ষুদ্রাকৃতি করতে চাই বলে
তিরস্কার করে;


তোমাকে আগলে রাখতে পারিনি বলে
তুমিও উপহাস করো
ইদানিং আমি আমাকে উপহাস করতে শিখেছি
আমার মুক্তি মিলেছে।


কক্সবাজার
নভেম্বর ৩০, ২০১৮