ভেজা চোখের টলটলে জল
সহজেই চিবুক স্পর্শ করে
কতোটা পথ
এখনো বাকী
চিরঞ্জীব সত্তা দূর থেকে দেখি


পথের শেষ সীমানার
অপেক্ষায় আছি
বিষাদে, দহনে, আক্ষেপে
প্রাপ্তির মূর্ছনায়, জীবন ছন্দে
তখনো কিছু একটা বাকী


এবং আর্তনাদে
বিষ্ময়ে
হতবাক কিংবা
মহানুভবতার আশ্রয়ে
তখনো কিছু পথ যাবে ক্ষুয়ে ক্ষুয়ে


তোমাদের অন্তীম শয্যা
ভাবনায় উন্মোচিত নুতন দিগন্ত
দেহ ও মন, ক্লান্ত এবং অবসান্ত
দয়াপরবশ কৃপার অপেক্ষা
সময়ের শিক্ষা, সময়েরই দীক্ষা


মে ০১, ২০২২
মিরপুর, ঢাকা
সুন্ধ্যে ৭টা