বুঝেও, না বোঝার ভান, কিংবা
না বুঝেও, বোঝার ভান;
দুটো দক্ষতার ই ভীষণ প্রয়োজন
এমনটাই বর্তমান সামাজিক আয়োজন।


ভণিতা একটি অর্জিত দক্ষতা
বাস্তবতার সাথে সখ্যতা;
যে দেবতা যে ফুলে তুষ্ট
তাই করতে হয়, হয়তোবা থাকে মনঃকষ্ট।


যখন যেমন, তখন তেমন
বিবেকের ক্রন্দন;
ছোটবেলার ভাল শিক্ষা যত
সবই ভুল, করব দেয়া দরকার খুব দ্রুত।


পরিবর্তন নাকি অবক্ষয়
প্রথমটা মেনে নিলে, সহজ হয় জয়;
দহনে পুড়ে ছাই ভেতরটা
বস্তুগত সুখেই কাটুক জীবনটা ।


ফেব্রুয়ারি ২৩, ২০১৮
কক্সবাজার