ভুল করতে করতে
একটি দেয়ালের ফুটো
অনেক বড় করে ফেলেছি
সে খাঁজের শেষ আকারটা
কেমন হবে;
কি নাম দিবো তার
তাই ভাবছি, একা একাই।


মৃত্যু ঘনিয়ে আসার আগে
সবার ভাবনা একই রকম
থাকে না, সবাই বিচলিত থাকে না;
আমি কেমন থাকবো
তাই ভাবছি, একা একাই।


সারল্যের চেয়ে বেশী সুন্দর
কি হতে পারে;
ক্রমাগত ভুলের মাত্রার চেয়ে
তীব্র আর কি হতে পারে;
সীমাহীন উপেক্ষার চেয়ে
আর কি যন্ত্রনার হতে পারে;
তাই ভাবছি, একা একাই।


একা একা ভাবনার কোন
অংশীদারীত্ত থাকে না
নিজেকে লুকিয়ে রাখার
এক চমৎকার জায়গা পাওয়া যায় ।


অক্টোবর ০২, ২০২১
বাগেরহাট
রাত ১০টা