রঙ তুলিতে আঁকা পৃথিবীতে
অসংখ্যা মেঠো পথ পেরিয়ে
অলিতে গলিতে ঘুরে ফিরে
আজ আমি ভুল পথের ঠিকানাতে ।


নিজের সৃষ্ট জগতে
সুখ দুঃখ কান্না হাসিতে
নিজের সিন্ধান্তে আর একাকীত্বে
আজ আমি ভুল পথের ঠিকানাতে ।


অন্যের সাথে অমতে দ্বিমতে
নিজের ইচ্ছায় ঘুড়ি উড়াতে উড়াতে
স্বপ্ন ছুঁয়ে দেয়ার নেশাতে
আজ আমি ভুল পথের ঠিকানাতে ।


উপেক্ষা আর বঞ্চনার করাঘাতে
ধুলোমাখা পথে গড়াতে গড়াতে
নৈতিকতায় নিজেকে অটল রাখতে
আজ আমি ভুল পথের ঠিকানাতে ।


নির্মোহ লোভ সংবরণ করতে করতে
নিজেকে ঠকাতে ঠকাতে
প্রিয়জনকে অপেক্ষায় রাখতে রাখতে
আজ আমি ভুল পথের ঠিকানাতে ।


তিন দশক ধরে সঠিক পথ
খুঁজতে খুঁজতে
তিরস্কার আর গ্লানির চপেটাঘাতে
আজ আমি ভুল পথের ঠিকানাতে ।


ভুল, সব ভুল, এমন ভাবনাতে
আ-র পারি না নুতন কোন স্বপ্ন দেখতে
ইচ্ছে হয় না ‘আমি ছাড়া’ অন্য কোথাও জড়াতে
অপেক্ষা কেবল অনন্তকালের যাত্রাপথে ।


কক্সবাজার
জানুয়ারি ২০, ২০১৯