কস্ট মানে,কুড়ে ঘরেতে দারিদ্রের বাস_
কস্ট মানে, গরমকালে ধানের জমি চাষ।
কস্ট মানে,মাঝপথেতে প্রিয়জনের চলে যাওয়া।
কস্ট মানে,সারাদিন খেটে একবেলা ভাত খাওয়া।
কস্ট মানে,তীব্র শীতে গায়ে একখানি কাঁথা।
কস্ট মানে,পুরোনো স্মৃতি মনের মাঝে গাঁথা,
কস্ট মানে,শত দুঃখেও ঠোঁটের কোণে হাসি
কস্ট মানে,বঙ্গসন্তান ক্ষুদিরামের সেই ফাঁসি।
কস্ট মানে,রাস্তার ধারে ওদের রাত্রীবাস।
কস্ট মানে,প্রিয়জনের ফেরার অবকাশ,
কস্ট মানে,মারণরোগ তবুও বাঁচার আশা।
কস্ট মানে,সখীবিহনে সখীর ভালোবাসা,
কস্ট মানে,চালবেয়ে জল, তবুও স্বর্গসুখ ।
কস্ট মানে,আমার গাঁয়ের বৃদ্ধ সেই ভিক্ষুক,,


  কবি : রাকিব সওগাদ