প্রিয় শকুন্তলা,
রুপালী চাঁদটা যখন পশ্চিম আকাশে-
খানিকটা হেলে তার সমস্ত জোৎসনা-
ঢেলে নিঃশ্বেষ হয়ে যায়।
হারিয়ে যায় অদৃশ্য কোন মায়ায়,
তখনই সেই চাঁদের আলোয়
একটা প্রতিচ্ছবিতে দেখতে পাই।


নুপুর পায়ে, শরীর জুড়ে নীল শাড়ি,
হাতে ডজন খানেক রঙিন চুড়ি,
বর্ষা স্নাত কদম খোপায় গোজা এক-
তিলোত্তমার প্রতিকৃতি।


দুনিয়ার তাবৎ প্রেমিককুল তখন হর্ষে ঘোষনা করে তোমার শ্রেষ্ঠত্ব।
আমার প্রেমিক হৃদয়ে, প্রতিটা হৃদস্পন্দন ক্রমশ ঘোষনা করে তোমার উপস্থিতি।
আমার প্রতিটা হৃদস্পন্দন ব্যাক্ত করে,
তুমি আমার বৃষ্টিস্নাত সিক্ত নীলাম্বরী প্রিয় শকুন্তলা।
ইতি
তোমার দুষ্মন্ত