আমি চাইনি আমাদের মাঝে
মিথ্যার কোন ব্যারিকেড থাকুক
আমি চাইনি আধুনিকতার নামে
আবাধ কৃত্রিমতায় তুমি স্নান কর
আমি চাইনি সৌন্দর্য বর্ধনের নামে
তোমার মুখে ঘুমাক রাসায়নিকের ভারী আস্তরণ
আমি চাইনি বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকুক
তোমার একাধিক গোপন প্রেমিক।


আমিতো চেয়েছিলাম.........
মেঘের জলে ধোয়া স্বচ্ছ জোছনার মত ভালবাসা-
সহজাত প্রেম।
আমি কবি ও প্রেমিক সত্তাকে এক করে
তোমার উঠোনে আকীর্ণ করেছিলাম
আমার হৃদয় ধারাপাত, অক্ষত নবীন যৌবন
তুমি তার কিছুই পড়নি-দেখনি


মৃত্যু অবধি আমি তাই নারীদের প্রতি
তীব্র ক্ষোভ নিয়ে, চাপা অভিমান নিয়ে
একধরনের অসম্মান নিয়ে
অসহ্য যন্ত্রণা-ঘৃণা নিয়ে
ফিরে এসেছি আপনার চারণ ভূমিতে
নারীহীন জীবনের ঠিকানায়।
   (১.০৯.২০১৪, জিয়া হল, রা. বি.)