তুমি ভালবাসনা জানতেই সমূহ বিনাশ নামে এই
ভরা বসন্তের উদাস ফাল্গুনী হাওয়ায়
তবু এ বায়ুমণ্ডলে তুমি নিঃশ্বাস ফেল ভাবতেই
আমি শ্বাস নিতেও সম্ভাষিত সুখ পাই
যতই ঘুরি আমি জন্ম ও জীবনের চৌ-রাস্তায়
এই আমার যৌবন আমার পথ আগলে দাঁড়ায়
সবকটা আর্তনাদে পোড়ায় এ হৃদয়ে রক্ষিত বকুল
পাতাঝরা বনভূমিতে চিরসবুজ খোঁজাটাই ছিল ভুল
আবার আমার মন বলে উঠে অনতীত প্রার্থনায়
এই বুকে একবার মাথা দাও আমি যাদুঘর হই!


০৭.০৩.২০১৫
জিয়া হল, রা. বি.।