আমি কখনো উদ্বেলিত সমুদ্র ছিলাম না
তাই তোমাদের মত এমন মোহনীয়-কোমল নৌযান
হাঙর হয়ে এই বুকে নির্বিচার ব্যবচ্ছেদ চালায়


আমি এখনো ফেনিল আর হিংস্র হয়ে উঠিনি
তাই তোমাদের মত এমন অদক্ষ নাবিক
এপারে আসে ওপারে যায় আদি অথবা নতুন দরিয়ায়


এ বুকে শীতল জল দেখে ভেবোনা
এখানে কোন অগ্নি নেই
আমারও তলদেশে ঘুমিয়ে আছে অনন্ত আগ্নেয়গিরি
আর একবার হুল ফুটিয়ে দেখো!
এ শীতল জলের বুকে কেমন দাবানল হই।


আমারও অভ্যন্তরে আছে অজস্র ভাঙন
চ্যুতিরেখার মত ছড়িয়ে ছিটিয়ে আছে ধমনীতে, শিরায়
আমিও তুমুল জলোচ্ছ্বাস হতে পারি
যদি দেখি এক নাও ভাসিয়েছো দুই দরিয়ায়।


১৭ মে, ২০১৫
জিয়া হল, রা. বি.।